যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে