যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে