বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে