বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
৫ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে