Ajker Patrika

আবার হলিউডের ছবিতে দীপিকা

আবার হলিউডের ছবিতে দীপিকা

২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।

দীপিকা পাড়ুকোনদীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

দীপিকা পাড়ুকোননতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। 

দীপিকা পাড়ুকোন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত