কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।
এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।
কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।
এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে