বিনোদন প্রতিবেদক, ঢাকা
অস্থিরতা চলছে দেশের নাট্যপাড়ায়। চলতি মাসের শুরুতে শিল্পকলায় প্রদর্শনী চলাকালে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই অস্থিরতার শুরু। এরপর নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা আরও ঘোলাটে করে তোলে পরিস্থিতি।
সম্প্রতি বিশৃঙ্খলা এড়াতে শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত থাকার অনুরোধ করেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিষয়টি ভালোভাবে নেননি নাট্যাঙ্গনের অনেকে। দেশের মঞ্চনাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু জানালেন, বাংলাদেশে এ রকম অরাজকতা তিনি আর দেখেননি। কেউ কারও কথা শুনছে না বলেই এমনটা হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু বলেন, ‘নাট্যাঙ্গনে এই অস্থিরতার শুরুটা হয়েছে দেশ নাটকের নিত্যপুরাণ নাটক থেকে। শিল্পকলায় অর্ধেক পথে নাটকটি বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে, এই নাটক চলা যাবে না। এই নাটকের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ হয়তো বাধ্য হয়েই বলেছেন, এখন বন্ধ করে দেন। আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না। এরপর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সবাই মিলে প্রতিবাদ করল। সেখানে মামুনুর রশীদের মতো মানুষকে ডিম ছুড়ে মারা হলো। এবার বলা হলো, মামুন ভাই যেন অভিনয় না করেন। ডিজি সাহেব হয়তো আশঙ্কার জায়গা থেকেই এটা বলেছেন। উনি হয়তো এটা সামাল দিতে পারবেন না।’
হতাশা প্রকাশ করে বাবু বলেন, ‘কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলতে চাই, পরিস্থিতি হয়তো এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে সামাল দিতে পারছে না। সে যে পজিশনেই থাকুন না কেন। তিনি মহাপরিচালকের পদেই থাকুন আর উপদেষ্টার পদেই থাকুন বা সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারও কথা শুনছেন না। সব মিলিয়ে আমরা চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি। আমার জীবনে বিশেষ করে ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে এই রকম অরাজকতা দেখিনি। আমি দুঃখিত যে আমাকে এই কথাটা বলতে হলো।’
অস্থিরতা চলছে দেশের নাট্যপাড়ায়। চলতি মাসের শুরুতে শিল্পকলায় প্রদর্শনী চলাকালে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই অস্থিরতার শুরু। এরপর নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা আরও ঘোলাটে করে তোলে পরিস্থিতি।
সম্প্রতি বিশৃঙ্খলা এড়াতে শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত থাকার অনুরোধ করেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিষয়টি ভালোভাবে নেননি নাট্যাঙ্গনের অনেকে। দেশের মঞ্চনাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু জানালেন, বাংলাদেশে এ রকম অরাজকতা তিনি আর দেখেননি। কেউ কারও কথা শুনছে না বলেই এমনটা হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু বলেন, ‘নাট্যাঙ্গনে এই অস্থিরতার শুরুটা হয়েছে দেশ নাটকের নিত্যপুরাণ নাটক থেকে। শিল্পকলায় অর্ধেক পথে নাটকটি বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে, এই নাটক চলা যাবে না। এই নাটকের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ হয়তো বাধ্য হয়েই বলেছেন, এখন বন্ধ করে দেন। আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না। এরপর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সবাই মিলে প্রতিবাদ করল। সেখানে মামুনুর রশীদের মতো মানুষকে ডিম ছুড়ে মারা হলো। এবার বলা হলো, মামুন ভাই যেন অভিনয় না করেন। ডিজি সাহেব হয়তো আশঙ্কার জায়গা থেকেই এটা বলেছেন। উনি হয়তো এটা সামাল দিতে পারবেন না।’
হতাশা প্রকাশ করে বাবু বলেন, ‘কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলতে চাই, পরিস্থিতি হয়তো এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে সামাল দিতে পারছে না। সে যে পজিশনেই থাকুন না কেন। তিনি মহাপরিচালকের পদেই থাকুন আর উপদেষ্টার পদেই থাকুন বা সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারও কথা শুনছেন না। সব মিলিয়ে আমরা চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি। আমার জীবনে বিশেষ করে ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে এই রকম অরাজকতা দেখিনি। আমি দুঃখিত যে আমাকে এই কথাটা বলতে হলো।’
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২৮ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩৫ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪০ মিনিট আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪৪ মিনিট আগে