Ajker Patrika

হিসাব অনুযায়ী শাকিবের ‘প্রিয়তমা’ সুপারহিট: পরিচালক হিমেল আশরাফ

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২: ৪৫
হিসাব অনুযায়ী শাকিবের ‘প্রিয়তমা’ সুপারহিট: পরিচালক হিমেল আশরাফ

এবারের ঈদে রেকর্ড-সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’। সারা দেশে প্রতিদিন চলছে ‘প্রিয়তমা’র ৪৫০টির বেশি শো। সিনেমাটি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় পরিচালক হিমেল আশরাফ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি একটি ছবি যুক্ত করেন। সেই ছবির পোস্ট থেকে জানা যায়, ঈদে সারা দেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমা মুক্তির সাত দিনের মাথায়ই দর্শকের চাহিদার কারণে ৩ হাজার ১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি করে ফেলেছে রোম্যান্টিক ঘরানার এই সিনেমা।

পরিচালক হিমেল তাঁর পোস্ট করা ছবির সঙ্গে দীর্ঘ একটি বক্তব্য জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় হয়, এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিস্তারিত বলতে গেলে অনেক হিসাব বলতে হয়, ছোট করে বললে সিনেমার মানের ওপর নির্ভর করে যে সিনেমা হল কত টাকা প্রযোজকদের দেবে। প্রিয়তমার ক্ষেত্রে বেশির ভাগ হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালীন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সব হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকি বড় যতগুলো হলের সঙ্গে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি, তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সঙ্গে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫/৫০। মানে, কাউন্টারে যে টাকায় টিকিট বিক্রি হচ্ছে, তার অর্ধেক আমাদের আর অর্ধেক হলের মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এটা অন্য হিসাব হয়। গত সাত দিনে সারা বাংলাদেশে প্রিয়তমার প্রায় ৩ হাজার ২০০ শো হয়েছে, যার ৯০ শতাংশ হাউসফুল ছিল। সেই হিসাবে আমরা প্রিয়তমাকে সুপারহিট বলছি।’

পরিচালক আরও লিখেছেন, ‘ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এটা ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাবে। আজকেও ৮০ ভাগ শো হাউসফুল। আমরা আসা করছি এটা এক মাস চলবে। তাতে ‘প্রিয়তমা’কে আপনারা অলটাইম সুপার ব্লকবাস্টারের তালিকায় নিয়ে যাবেন! ঈদে সব সিনেমা ব্যবসা করুক। হল মালিক, প্রযোজক ও দর্শক—সবার মুখে হাসি ফুটুক।’

এবারের ঈদুল আজহায় সর্বমোট পাঁচটি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই পাঁচ সিনেমার মধ্যে প্রথম থেকেই আলোচনায় ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত