Ajker Patrika

সেন্সর বোর্ড নয়, গঠিত হচ্ছে সার্টিফিকেশন বোর্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৩০
সেন্সর বোর্ড নয়, গঠিত হচ্ছে সার্টিফিকেশন বোর্ড

এক মাসের বেশি সময় ধরে স্থবির থাকার পর গত রোববার পুনর্গঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ২০২৩ সালে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন থাকার পরও সেন্সর বোর্ড পুনর্গঠন করা নিয়ে চলচ্চিত্রের অনেকেই সমালোচনা করেন। গতকাল এক বিবৃতিতে সমালোচনার ব্যাখ্যা দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানলেন সেন্সর বোর্ড নয়, গঠিত হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘২০২৩ সালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আইনের গেজেট হয়েছিল। কিন্তু সেই গেজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। বিগত এজিএমেও এই বছর যে সেন্সর বোর্ডটি গঠন করা হয়েছিল সেটিও ১৯৬৩ সালের আইনানুযায়ী করা হয়েছিল। সেটাকে অনুসরণ করেই আপত্কালীন সিনেমা জগতে যেন আর্থিক ক্ষতি না আসে, তাই সেন্সর বোর্ড তৈরি করেছিলাম। আজ সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেন্সর শব্দটি বাদ দেওয়ার। ২০২৩ সালের যে সেন্সর সার্টিফিকেশন আইন সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফেকশন বোর্ড পুনর্গঠন করব।’

২০২৩ সালের চলচ্চিত্র সার্টিফিকেশন আইনটিও অনেক ত্রুটিপূর্ণ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৩ সালে যে আইনটি রয়েছে, সেটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই ত্রুটিগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে সেই আইনটি সংশোধনের জন্য আমরা কাজ করব। আপাতত আমাদের সিনেমা শিল্পে যেন আর্থিক ক্ষতি না আসে সে জন্য, যেহেতু প্রচুর সিনেমা পেন্ডিং রয়েছে। সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে। আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না এমনভাবে প্রজ্ঞাপন দিয়ে আপৎকালীন সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করে কাজ শুরু করব।’

১৫ সদস্যের সেন্সর বোর্ডে আছেন ড. জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আরও আছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। চেয়ারম্যান করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে, আর সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত