বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে জুলাই-আগস্টের গণ-আন্দোলন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগ ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। নির্মাণ করেছেন সদ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। খবরটি নিশ্চিত করেছেন গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
দেড় মিনিটের ভিডিওটি তৈরি হয়েছে আন্দোলনে চোখ হারানো ব্যক্তিদের নিয়ে। এতে ব্যবহৃত হয়েছে লতিফুল ইসলাম শিবলীর লেখা মাইলস ব্যান্ডের নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘পলাশীর প্রান্তর’ গানটি। শাফিন আহমেদের সুর করা গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রথম প্রকাশ করা হয় তথ্যচিত্রটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট, যেখানে সব মত-পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই।’
পরে মোস্তফা সরয়ার ফারুকী তথ্যচিত্রটি শেয়ার করে লেখেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চ স্বরে স্মরণ করিয়ে দেব কীভাবে আমাদের মাৃয়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’
তথ্যচিত্রটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে জানতে গীতিকার লতিফুল ইসলাম শিবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার আগ্রহে, উদ্যোগে ও তাঁর নিজস্ব তত্ত্বাবধানে তথ্যচিত্র নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান উপদেষ্টা নিজেই আন্তরিকভাবে পুরো বিষয়টি দেখভাল করেছেন। আমাদের যে দুই হাজার তরুণ প্রাণ হারালেন, অঙ্গহানি ঘটল অনেকের, চোখ হারালেন, তাঁদের সেক্রিফাইসকে শ্রদ্ধা জানাতেই এ ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। এ রকম আরও ভিডিও চিত্র দেখতে পাব আমরা সামনে।’
তথ্যচিত্রে পলাশীর প্রান্তর গানটি ব্যবহার প্রসঙ্গে শিবলী বলেন, ‘পলাশীর প্রান্তর থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা সাতচল্লিশ পেয়েছি, বায়ান্ন, একাত্তর কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়ে আজকের জুলাই বিপ্লব। পলাশীর প্রান্তর গানটি তাই এ আন্দোলনেও প্রাসঙ্গিক হয়ে এসেছে।’
গতকাল নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে জুলাই-আগস্টের গণ-আন্দোলন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগ ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। নির্মাণ করেছেন সদ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। খবরটি নিশ্চিত করেছেন গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
দেড় মিনিটের ভিডিওটি তৈরি হয়েছে আন্দোলনে চোখ হারানো ব্যক্তিদের নিয়ে। এতে ব্যবহৃত হয়েছে লতিফুল ইসলাম শিবলীর লেখা মাইলস ব্যান্ডের নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘পলাশীর প্রান্তর’ গানটি। শাফিন আহমেদের সুর করা গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রথম প্রকাশ করা হয় তথ্যচিত্রটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট, যেখানে সব মত-পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই।’
পরে মোস্তফা সরয়ার ফারুকী তথ্যচিত্রটি শেয়ার করে লেখেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চ স্বরে স্মরণ করিয়ে দেব কীভাবে আমাদের মাৃয়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’
তথ্যচিত্রটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে জানতে গীতিকার লতিফুল ইসলাম শিবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার আগ্রহে, উদ্যোগে ও তাঁর নিজস্ব তত্ত্বাবধানে তথ্যচিত্র নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান উপদেষ্টা নিজেই আন্তরিকভাবে পুরো বিষয়টি দেখভাল করেছেন। আমাদের যে দুই হাজার তরুণ প্রাণ হারালেন, অঙ্গহানি ঘটল অনেকের, চোখ হারালেন, তাঁদের সেক্রিফাইসকে শ্রদ্ধা জানাতেই এ ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। এ রকম আরও ভিডিও চিত্র দেখতে পাব আমরা সামনে।’
তথ্যচিত্রে পলাশীর প্রান্তর গানটি ব্যবহার প্রসঙ্গে শিবলী বলেন, ‘পলাশীর প্রান্তর থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা সাতচল্লিশ পেয়েছি, বায়ান্ন, একাত্তর কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়ে আজকের জুলাই বিপ্লব। পলাশীর প্রান্তর গানটি তাই এ আন্দোলনেও প্রাসঙ্গিক হয়ে এসেছে।’
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
৭ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
৭ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
৭ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে