৯৪তম অস্কারের আসরে চূড়ান্ত তালিকায় মনোনিত হল এক বাঙালির ছবি। মনোনয়ন পেল কলকাতার সুস্মিত ঘোষ পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। ভারত থেকে বাদ গেল সাড়া জাগানো তামিল ছবি ‘কুঝাঙ্গাল’। জায়গা পায়নি বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটিও। মঙ্গলবার অস্কার কর্তৃপক্ষ ১০টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বিচারকদের ভোটিংয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তাতেই দেখা গেল শেষ পর্যন্ত বাদ পড়েছে ‘কুঝাঙ্গাল’। তবে ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য সুখবর, শেষ পর্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।
রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ ‘রাইটিং উইথ ফায়ার’-এর গল্প একজন দলিত নারীকে নিয়ে। যিনি একটি সংবাদপত্র প্রকাশ করেন। এই ভারতীয় ছবিটিকে সেরা ডকুমেন্ট্রি ফিচার বিভাগে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও ডকু-ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে আরজে কাটলারের ‘লিটল বেরি’, জুলিয়া ও অন্যান্যদের পরিচালিত ছবি ‘জুলিয়া’-সহ ১৫টি ছবি। অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে নির্বাচিত হয়েছে জাপানি পরিচালক রাইসুকে হামাগুচির ছবি ‘ড্রাইভা মাই কার’, ডেনমার্কের পরিচালক জোয়াকিম ট্রিয়রের ছবি ‘দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড’-সহ ১৫টি ছবি।
২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিশিয়াল এন্ট্রির জন্য চূড়ান্ত পর্বে ১৪ টি ছবিকে বাছা হয়েছিল। এই তালিকায় ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’র পাশাপাশি ছিল তামিল ছবি ‘ম্যান্ডেলা’ ও মালয়ালম ছবি ‘নয়াট্টু’। অস্কারে দৌড়ে ভারতের হয়ে লড়ছিল নবাগত পরিচালক পি. এস ভিনোত্রাজের ‘কুঝাঙ্গাল’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি। ইংরেজিতে ছবির নাম দেওয়া হয়েছে ‘পেবলস’। সেই নামেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ভিনোত্রাজের ছবিটিকে। দর্শক ও সমালোচকদের প্রশংসাও পেয়েছিল এই তামিল ড্রামা। শেষ পর্যন্ত সেই ছবিও অস্কারের দৌড় থেকে ছিটকে গেল।
৯৪তম অস্কারের আসরে চূড়ান্ত তালিকায় মনোনিত হল এক বাঙালির ছবি। মনোনয়ন পেল কলকাতার সুস্মিত ঘোষ পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। ভারত থেকে বাদ গেল সাড়া জাগানো তামিল ছবি ‘কুঝাঙ্গাল’। জায়গা পায়নি বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটিও। মঙ্গলবার অস্কার কর্তৃপক্ষ ১০টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বিচারকদের ভোটিংয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তাতেই দেখা গেল শেষ পর্যন্ত বাদ পড়েছে ‘কুঝাঙ্গাল’। তবে ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য সুখবর, শেষ পর্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।
রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ ‘রাইটিং উইথ ফায়ার’-এর গল্প একজন দলিত নারীকে নিয়ে। যিনি একটি সংবাদপত্র প্রকাশ করেন। এই ভারতীয় ছবিটিকে সেরা ডকুমেন্ট্রি ফিচার বিভাগে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও ডকু-ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে আরজে কাটলারের ‘লিটল বেরি’, জুলিয়া ও অন্যান্যদের পরিচালিত ছবি ‘জুলিয়া’-সহ ১৫টি ছবি। অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে নির্বাচিত হয়েছে জাপানি পরিচালক রাইসুকে হামাগুচির ছবি ‘ড্রাইভা মাই কার’, ডেনমার্কের পরিচালক জোয়াকিম ট্রিয়রের ছবি ‘দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড’-সহ ১৫টি ছবি।
২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিশিয়াল এন্ট্রির জন্য চূড়ান্ত পর্বে ১৪ টি ছবিকে বাছা হয়েছিল। এই তালিকায় ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’র পাশাপাশি ছিল তামিল ছবি ‘ম্যান্ডেলা’ ও মালয়ালম ছবি ‘নয়াট্টু’। অস্কারে দৌড়ে ভারতের হয়ে লড়ছিল নবাগত পরিচালক পি. এস ভিনোত্রাজের ‘কুঝাঙ্গাল’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি। ইংরেজিতে ছবির নাম দেওয়া হয়েছে ‘পেবলস’। সেই নামেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ভিনোত্রাজের ছবিটিকে। দর্শক ও সমালোচকদের প্রশংসাও পেয়েছিল এই তামিল ড্রামা। শেষ পর্যন্ত সেই ছবিও অস্কারের দৌড় থেকে ছিটকে গেল।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৩ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে