টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৪ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৫ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৭ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ ঘণ্টা আগে