চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।
চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৮ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২০ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে