গতকাল থেকে শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মুখরোচক আলোচনা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের কুইনসে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ থেকে সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাসকে নিয়ে বের হচ্ছেন শাকিব খান। ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন শাকিব। পেছনেই অপু বিশ্বাস। কিছু দূর হেঁটে গাড়ির কাছে আসেন তাঁরা। গাড়ির পেছনের সিটে ছেলেকে নিয়ে বসেন শাকিব, আর অপু বসেন সামনের সিটে। ভিডিওতে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দুজনকে নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয় অনলাইন-অফলাইনে। অনেকেই বলছেন, শাকিব-অপু যে শেষ পর্যন্ত মিলে যাবেন, সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। অনেকে তাঁদের শুভকামনা জানাচ্ছেন। তবে বিপরীত অবস্থানে আছেন বুবলীভক্তরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, শাকিবের যদি অপুর সঙ্গে মিলে যাওয়ার ইচ্ছাই ছিল, তাহলে বুবলীর সঙ্গে কেন জড়িয়েছিলেন? কেউ কেউ বলছেন, ঠকানো হচ্ছে বুবলীকে।
২০১৮ সালে বিচ্ছেদের পর এই প্রথমবার একসঙ্গে দেখা গেল শাকিব-অপুকে। একসময় পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল এ জুটির। ৭০টির বেশি সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে বিচ্ছেদের পর শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও কখনো একসঙ্গে দেখা দেননি তাঁরা। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অতীতের তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও তাঁদের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে সে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত ঈদে নিজের সিনেমার পাশাপাশি অপু বিশ্বাসের সিনেমা দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। অন্যদিকে অপু জানিয়েছিলেন, তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শেষ করতে আর্থিক সহায়তা করেছেন শাকিব।
দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ঈদের পর ‘প্রিয়তমা’ সিনেমার প্রচারে যুক্তরাষ্ট্রে যান শাকিব। এর সপ্তাহ খানেক পর ১২ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে মার্কিন মুলুকে উড়ে যান অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন অপু। তিনি জানান, এটি জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে জানাননি, ঠিক কী কারণে সেখানে যাচ্ছেন তিনি।
এর পর থেকেই শাকিব-অপুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে থাকেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন, শাকিব খানের সঙ্গে দেখা করার জন্যই অপু বিশ্বাসের এই সফর। তাঁদের ধারণাকে যেন সঠিক প্রমাণ করে দিল নিউইয়র্কের রাস্তায় শাকিব-অপুর এই ভাইরাল ভিডিও।
এদিকে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী জানান, বিচ্ছেদ না হলেও সেপারেশনে আছেন তাঁরা। মন্তব্য করেছিলেন শাকিব-অপুর এক হওয়া নিয়েও। বুবলী বলেন, ‘যদি তারা এক হয়ে যায় তাহলে মোস্ট ওয়েলকাম। সেটা নিয়ে কেন গোপনীয়তা? সম্মানের সঙ্গেই বলতে পারেন যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই নয়, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।’ শেষ পর্যন্ত শাকিব ও অপুর সম্পর্ক কোন দিকে দাঁড়ায়, তা হয়তো সময় বলে দেবে। তবে এমন ভিডিও প্রকাশের পর বুবলীর জবাব কী হয়, তা জানার অপেক্ষায় সবাই।
গতকাল থেকে শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মুখরোচক আলোচনা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের কুইনসে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ থেকে সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাসকে নিয়ে বের হচ্ছেন শাকিব খান। ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন শাকিব। পেছনেই অপু বিশ্বাস। কিছু দূর হেঁটে গাড়ির কাছে আসেন তাঁরা। গাড়ির পেছনের সিটে ছেলেকে নিয়ে বসেন শাকিব, আর অপু বসেন সামনের সিটে। ভিডিওতে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দুজনকে নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয় অনলাইন-অফলাইনে। অনেকেই বলছেন, শাকিব-অপু যে শেষ পর্যন্ত মিলে যাবেন, সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। অনেকে তাঁদের শুভকামনা জানাচ্ছেন। তবে বিপরীত অবস্থানে আছেন বুবলীভক্তরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, শাকিবের যদি অপুর সঙ্গে মিলে যাওয়ার ইচ্ছাই ছিল, তাহলে বুবলীর সঙ্গে কেন জড়িয়েছিলেন? কেউ কেউ বলছেন, ঠকানো হচ্ছে বুবলীকে।
২০১৮ সালে বিচ্ছেদের পর এই প্রথমবার একসঙ্গে দেখা গেল শাকিব-অপুকে। একসময় পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল এ জুটির। ৭০টির বেশি সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে বিচ্ছেদের পর শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও কখনো একসঙ্গে দেখা দেননি তাঁরা। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অতীতের তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও তাঁদের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে সে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত ঈদে নিজের সিনেমার পাশাপাশি অপু বিশ্বাসের সিনেমা দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। অন্যদিকে অপু জানিয়েছিলেন, তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শেষ করতে আর্থিক সহায়তা করেছেন শাকিব।
দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ঈদের পর ‘প্রিয়তমা’ সিনেমার প্রচারে যুক্তরাষ্ট্রে যান শাকিব। এর সপ্তাহ খানেক পর ১২ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে মার্কিন মুলুকে উড়ে যান অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন অপু। তিনি জানান, এটি জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে জানাননি, ঠিক কী কারণে সেখানে যাচ্ছেন তিনি।
এর পর থেকেই শাকিব-অপুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে থাকেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন, শাকিব খানের সঙ্গে দেখা করার জন্যই অপু বিশ্বাসের এই সফর। তাঁদের ধারণাকে যেন সঠিক প্রমাণ করে দিল নিউইয়র্কের রাস্তায় শাকিব-অপুর এই ভাইরাল ভিডিও।
এদিকে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী জানান, বিচ্ছেদ না হলেও সেপারেশনে আছেন তাঁরা। মন্তব্য করেছিলেন শাকিব-অপুর এক হওয়া নিয়েও। বুবলী বলেন, ‘যদি তারা এক হয়ে যায় তাহলে মোস্ট ওয়েলকাম। সেটা নিয়ে কেন গোপনীয়তা? সম্মানের সঙ্গেই বলতে পারেন যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই নয়, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।’ শেষ পর্যন্ত শাকিব ও অপুর সম্পর্ক কোন দিকে দাঁড়ায়, তা হয়তো সময় বলে দেবে। তবে এমন ভিডিও প্রকাশের পর বুবলীর জবাব কী হয়, তা জানার অপেক্ষায় সবাই।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৭ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৭ ঘণ্টা আগে