Ajker Patrika

মৃত্যুর গুজবে মাহি বললেন, ‘মরি নাই রে ভাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৫, ২২: ৩০
মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছড়িয়ে পড়ে তারকাদের মৃত্যুর গুজব। গত মাসে অন্তর্জালে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব রটে। পরবর্তী সময়ে লাইভে এসে পরীমণি বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। এবার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির মৃত্যুর গুজব রটেছে। গতকাল রাতে এ গুজবের জবাবে ফেসবুকে মাহি জানালেন, তিনি সুস্থ আছেন।

সম্প্রতি ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ দাবি করে কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টগুলোর বেশির ভাগ করা হয়েছে রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে। মৃত্যুর গুজবের জবাব দিলেন মাহি। ফেসবুকে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না মাহিয়া মাহিকে। তবে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে ছিলেন আলোচনায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। এর পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, রাজনৈতিক কারণেই দেশ ত্যাগ করেছেন তিনি। শিগগির ফিরবেন না দেশে। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়ে মাহি জানিয়েছেন, শিগগির দেশে ফিরবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত