বিনোদন প্রতিবেদক, ঢাকা
রূপালি পর্দা থেকে বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেন তিনি। তবে বুধবার হঠাৎ এই চিত্রনায়িকা সংবাদমাধ্যমকে জানান, তিনি আর এই সিনেমা করছেন না। কিন্তু তিনি যে আর সিনেমাটিতে অভিনয় করবেন না তা জানেন না পরিচালক ও প্রযোজক।
এ বিষয়ে মাহি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সত্য, তবে একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক ইন্টারভিউতে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তাঁর ভালো লাগেনি। আমি আগামীকাল তাঁর বাসায় যাব, আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।
তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।
এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।
জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।
রূপালি পর্দা থেকে বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেন তিনি। তবে বুধবার হঠাৎ এই চিত্রনায়িকা সংবাদমাধ্যমকে জানান, তিনি আর এই সিনেমা করছেন না। কিন্তু তিনি যে আর সিনেমাটিতে অভিনয় করবেন না তা জানেন না পরিচালক ও প্রযোজক।
এ বিষয়ে মাহি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সত্য, তবে একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক ইন্টারভিউতে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তাঁর ভালো লাগেনি। আমি আগামীকাল তাঁর বাসায় যাব, আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।
তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।
এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।
জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে