মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি গত কয়েক বছর ধরে থাকেন লন্ডনে। সেখানেই তাঁর ঘর-সংসার। ২০১৪ সালে নির্মাতা মুনসুর আলীকে বিয়ে করে লন্ডনে চলে যান রুহি। তাঁদের সংসার এখন আলোকিত করছে দুই সন্তান।
এর আগে দেশের মিডিয়ায় বেশ পরিচিত ছিলেন রুহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে চলচ্চিত্রেও নাম করেছিলেন। ‘জিরো ডিগ্রি’, ‘৭১-এর সংগ্রাম’, ‘গ্ল্যামার’ ছবিগুলো রুহিকে দিয়েছিল শক্ত অবস্থান। কিছুদিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন রুহি। এবার তাঁর ঢাকায় আসার পেছনে ঘোরাঘুরি ছাড়াও অন্য উদ্দেশ্য আছে।
রুহি আবার ফিরছেন অভিনয়ে। এর চেয়েও বড় খবর, তিনি শুধু অভিনেত্রী হিসেবে নয়, ফিরবেন নতুন পরিচয়েও। ছবি বানাবেন তিনি। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ। ছবির নাম ‘শুকতারার বিলেত ভ্রমণ’। পরিচালনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রুহি। তিনি বলেন, ‘আমি পরিচালনায় আসতেই চেয়েছিলাম। গত বছর কিছু কাজ করেছিলাম লন্ডনে। ওখানে আমি একটা টিমও সাজিয়ে নিয়েছি। ঢাকা থেকেই কাজটা শুরু হবে। বাকি কাজ করব লন্ডনে।’
আগামী অক্টোবর পর্যন্ত দেশে থাকবেন রুহি। এর মধ্যে ছবির যাবতীয় প্রস্তুতি শেষ করবেন। রুহি বলেন, ‘অনেক কিছু তো দেখলাম। অনেকই তো কাজশূন্য হয়ে পড়ছে। অনেক ধরনের হতাশার গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমি বিষয়টিকে এভাবে দেখছি না। আমি দেখছি ইতিবাচকভাবে। আমার মনে হচ্ছে, যে জিনিসগুলোর অভাবের কথা সবাই বলছেন, গল্পের অভাব, ভালো কাজের অভাব ইত্যাদি। এ ছাড়া আমার নিজেরও তো পর্যবেক্ষণ আছে। সে জায়গা থেকে মনে হয়েছে, আমার এ ধরনের গল্প করা উচিত।’
সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হবে রুহির পরিচালনায় ‘শুকতারার বিলেত ভ্রমণ’ ছবির শুটিং। বাংলাদেশ ও লন্ডনের একঝাঁক অভিনয়শিল্পী থাকবেন এতে। অভিনেতাদের লুক টেস্ট চলছে। রুহি বলেন, ‘এখন আসলে একদম প্রাইমারি লেভেলের কাজ চলছে। কিছু শুটও করে নিয়েছি। এবার ঢাকায় আসার কারণও এটা, কাজগুলো গুছিয়ে নেওয়া। সবকিছু মিলিয়ে আমি কাজে ফেরার জন্য তৈরি হচ্ছি।’
মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি গত কয়েক বছর ধরে থাকেন লন্ডনে। সেখানেই তাঁর ঘর-সংসার। ২০১৪ সালে নির্মাতা মুনসুর আলীকে বিয়ে করে লন্ডনে চলে যান রুহি। তাঁদের সংসার এখন আলোকিত করছে দুই সন্তান।
এর আগে দেশের মিডিয়ায় বেশ পরিচিত ছিলেন রুহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে চলচ্চিত্রেও নাম করেছিলেন। ‘জিরো ডিগ্রি’, ‘৭১-এর সংগ্রাম’, ‘গ্ল্যামার’ ছবিগুলো রুহিকে দিয়েছিল শক্ত অবস্থান। কিছুদিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন রুহি। এবার তাঁর ঢাকায় আসার পেছনে ঘোরাঘুরি ছাড়াও অন্য উদ্দেশ্য আছে।
রুহি আবার ফিরছেন অভিনয়ে। এর চেয়েও বড় খবর, তিনি শুধু অভিনেত্রী হিসেবে নয়, ফিরবেন নতুন পরিচয়েও। ছবি বানাবেন তিনি। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ। ছবির নাম ‘শুকতারার বিলেত ভ্রমণ’। পরিচালনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রুহি। তিনি বলেন, ‘আমি পরিচালনায় আসতেই চেয়েছিলাম। গত বছর কিছু কাজ করেছিলাম লন্ডনে। ওখানে আমি একটা টিমও সাজিয়ে নিয়েছি। ঢাকা থেকেই কাজটা শুরু হবে। বাকি কাজ করব লন্ডনে।’
আগামী অক্টোবর পর্যন্ত দেশে থাকবেন রুহি। এর মধ্যে ছবির যাবতীয় প্রস্তুতি শেষ করবেন। রুহি বলেন, ‘অনেক কিছু তো দেখলাম। অনেকই তো কাজশূন্য হয়ে পড়ছে। অনেক ধরনের হতাশার গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমি বিষয়টিকে এভাবে দেখছি না। আমি দেখছি ইতিবাচকভাবে। আমার মনে হচ্ছে, যে জিনিসগুলোর অভাবের কথা সবাই বলছেন, গল্পের অভাব, ভালো কাজের অভাব ইত্যাদি। এ ছাড়া আমার নিজেরও তো পর্যবেক্ষণ আছে। সে জায়গা থেকে মনে হয়েছে, আমার এ ধরনের গল্প করা উচিত।’
সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হবে রুহির পরিচালনায় ‘শুকতারার বিলেত ভ্রমণ’ ছবির শুটিং। বাংলাদেশ ও লন্ডনের একঝাঁক অভিনয়শিল্পী থাকবেন এতে। অভিনেতাদের লুক টেস্ট চলছে। রুহি বলেন, ‘এখন আসলে একদম প্রাইমারি লেভেলের কাজ চলছে। কিছু শুটও করে নিয়েছি। এবার ঢাকায় আসার কারণও এটা, কাজগুলো গুছিয়ে নেওয়া। সবকিছু মিলিয়ে আমি কাজে ফেরার জন্য তৈরি হচ্ছি।’
দীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
৮ মিনিট আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
১১ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২৫ মিনিট আগেদম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।
১২ ঘণ্টা আগে