শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি।
‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন।
সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ।
‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’
এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’
দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার:
শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি।
‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন।
সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ।
‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’
এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’
দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে