Ajker Patrika

হঠাৎ ‘গট ম্যারিড’ স্ট্যাটাসে বিভ্রান্ত ভক্তরা, যা জানালেন অপু বিশ্বাস

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২২: ৫৬
হঠাৎ ‘গট ম্যারিড’ স্ট্যাটাসে বিভ্রান্ত ভক্তরা, যা জানালেন অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলকালাম কাণ্ড ঘটে গেল আজ দুপুরে। বেলা ৩টা ৪৫ মিনিটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। 

ঘটনার বিস্তারিত জানতে কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আসলে ফেসবুকের কিছু তথ্য আপডেট করার সময় এটি ঘটেছে। যখন বুঝতে পেরেছি এমন হয়েছে সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি।’ 

অবশ্য অনেকেই আবার ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: নায়িকার ফেসবুক অ্যাকাউন্টশাকিব খান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। সেই সূত্রে নিজের স্পাউজ হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। এমনটাও মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। 

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অপু বিশ্বাস। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদমাধ্যমকে তখন তিনি জানান, ‘করেন কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত