Ajker Patrika

চরকিতে আসছে ‘রেহানা মরিয়ম নূর’

চরকিতে আসছে ‘রেহানা মরিয়ম নূর’

সাম্প্রতিক আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। নুভিস্তা ফার্মার নিবেদনে এই ছবিটি হবে চরকির ডিসেম্বরের এক্সক্লুসিভ রিলিজ।

মুক্তির তারিখ ঘোষণা উপলক্ষে আজ রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, শিশুশিল্পী আফিয়া জাহিন জাইমা, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক আদনান হাবীব, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নুভিস্তা ফার্মা লিমিটেডের এজিএম মার্কেটিং সালেহা বেগম নীলা ও ট্রান্সকম লিমিটেডের ফিনান্স বিভাগের জেনারেল ম্যানেজার পলাশ রঞ্জন ভৌমিক।

আজমেরী হক বাঁধন বলেন, ‘বাংলাদেশের মানুষ যেভাবে রেহানা মরিয়ম নূরকে ভালোবেসে গ্রহণ করেছেন, তা আমাকে আপ্লুত করেছে। আমি বিশ্বাস করব, চরকিতেও সবাই ছবিটি দেখবেন, আপনাদের ফিডব্যাক আমাকে ও আমার টিমকে জানাবেন।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘চরকির জন্য আজ একটি গর্বের দিন। বাংলাদেশের অন্যতম গর্বের সিনেমা রেহানা মরিয়ম নূর আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারছি।’

মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা একজন একরোখা মানুষ। কিন্তু ছয় বছর বয়সী মেয়ে ইমু, পরিবার আর ক্যারিয়ার এক সঙ্গে সামলানোর চাপে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে সে। এক সন্ধ্যার একটি ঘটনা যেন তার জীবন একদমই এলোমেলো করে দেয়। এমনই এক গল্প নিয়ে তৈরি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ‘রেহানা মরিয়ম নূর’।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তুমুল আলোচিত হয় ছবিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত