Ajker Patrika

‘জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছি’

পরীমণি। ছবি: সংগৃহীত
পরীমণি। ছবি: সংগৃহীত

আলোচনা-সমালোচনা-প্রশংসা সবই আছে তাঁকে ঘিরে। কখনো বিয়ে, বিচ্ছেদ, কখনো জেলে গিয়ে হয়েছেন খবরের শিরোনাম। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে জেলজীবন নিয়ে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা।

পরীমণি। ছবি: সংগৃহীত
পরীমণি। ছবি: সংগৃহীত

২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র‍্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬দিন কারাগারে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই পরীমণি জানালেন, জেলে গিয়ে তিনি প্রচুর গালিগালাজ শিখেছেন।

পরীমণি। ছবি: সংগৃহীত
পরীমণি। ছবি: সংগৃহীত

এটিএন নিউজের ওই অনুষ্ঠানে পরীমণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবন কী শিখেছেন? জবাবে পরীমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

জেলে থাকার অভিজ্ঞতা জানিয়ে পরীমণি বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগত। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো এক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মোস্তাফিজ নূর ইমরান ও পরীমণি। ছবি: হইচইয়ের সৌজন্যে
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মোস্তাফিজ নূর ইমরান ও পরীমণি। ছবি: হইচইয়ের সৌজন্যে

জেলে থাকার সময় অনেক বন্দির সঙ্গে পরীমণির ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!’

এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন পরীমণি। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। সিরিজটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত