Ajker Patrika

শাকিবের পর ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২১: ৩১
শাকিবের পর ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সাড়া ফেলেছে বাংলাদেশে। দেশের গণ্ডি পেরিয়ে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি। যুক্তরাষ্ট্রের ৩৭টি হলের পাশাপাশি কানাডার ৫টি হলে মুক্তি পেয়েছে প্রিয়তমা। প্রিয়তমার মুক্তি উপলক্ষে ৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন শাকিব। এখনো তিনি আছেন সেখানে।

শাকিবের পর এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত বুধবার রাতের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন অপু। জানান এটি জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে সেখানে গেছেন তা জানাননি অপু। জানা গেছে, সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন অপু। ইতিমধ্যে দেশের অনেক তারকাই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন সেখানে।

ছেলে আব্রহাম খান জয়ের সঙ্গে অপু বিশ্বাসএদিকে শাকিব খানের পর অপু বিশ্বাসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে একে একে দুই মেলাচ্ছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি শাকিব খানের সঙ্গে দেখা করার জন্যই অপু বিশ্বাসের এই সফর। অতীতের তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস—এটাই এখন আলোচনার কেন্দ্রে। বিষয়টি নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও তাঁদের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শাকিবের প্রিয়তমার পাশাপাশি এবার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের এ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে পথচলা শুরু করেছেন এ চিত্রনায়িকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত