Ajker Patrika

সাংবাদিক নিষিদ্ধ করল চলচ্চিত্র পরিচালক সমিতি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৪ মে ২০২৩, ২০: ৫৬
সাংবাদিক নিষিদ্ধ করল  চলচ্চিত্র পরিচালক সমিতি

কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।

পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’

পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।

পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত