গত বছরের সেপ্টেম্বরে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান। আগামী মাসেই ছেলে ইউভানের বয়স হবে এক বছর। মা হওয়ার পর শুভশ্রী কাজে ফিরেছিলেন টিভি রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এই শো-এর বিচারক তিনি।
কিন্তু টিভি পর্দায় শো করে তো আর শুভশ্রীর মন ভরে না। তিনি বড় পর্দার তারকা। সিনেমার সেটে ফিরতে না পারলে মন খারাপ হয়। ছেলে ইউভানের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই তাই মা শুভশ্রী ফিরলেন সিনেমার সেটে। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলার ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে শুভশ্রীর নায়ক হয়েছেন অঙ্কুশ হাজরা। শুভশ্রী যে শো-এ বিচারক হয়েছেন, সেই ‘ডান্স বাংলা ডান্স’-এর উপস্থাপকের দায়িত্বে আছেন অঙ্কুশ।
করোনাকালের আগেই এই ছবির বেশির ভাগ অংশের শুটিং সেরে ফেলেছিলেন তাঁরা। করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে ঘোষিত লকডাউনে গত বছর মার্চে থমকে যায় ছবির শুটিং। এরপর একদিকে করোনা, অন্যদিকে শুভশ্রীর প্রেগনেন্সি–পরিচালক বাবা যাদবকে সামলাতে হয়েছে দুটোই। অবশেষে বহু জল ঘোলা করে আবারও শুটিংয়ের শিডিউল ফেলা হয়েছে। গতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। এতে শুভশ্রী-অঙ্কুশ দুজনেই অংশ নিয়েছেন। শুটিং শুরু হলেও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানিয়ে রাখা ভালো, অঙ্কুশ-শুভশ্রী জুটির এটা দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার পর্দায় দেখা দিয়েছিলেন তাঁরা।
অনেক দিন পর ছবির শুটিং, তাই নায়ক-নায়িকা দুজনেই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে দুজনেই পোস্ট করেছেন শুটিংয়ের জন্য রেডি হওয়ার ভিডিও। অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘করোনার ধাক্কায় আড়াই বছর পর একটা ছবির শুটিং আবার শুরু হচ্ছে।’
ছেলে ইউভান জন্মের পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্রলের শিকার হয়েছেন তিনি। গত চার মাসে জিম, যোগব্যায়াম আর ডায়েট করে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কদিন আগেই ফটোশুটে তাক লাগিয়েছেন। সেখান থেকে এবার সিনেমার শুটিংয়ে।
গত বছরের সেপ্টেম্বরে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান। আগামী মাসেই ছেলে ইউভানের বয়স হবে এক বছর। মা হওয়ার পর শুভশ্রী কাজে ফিরেছিলেন টিভি রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এই শো-এর বিচারক তিনি।
কিন্তু টিভি পর্দায় শো করে তো আর শুভশ্রীর মন ভরে না। তিনি বড় পর্দার তারকা। সিনেমার সেটে ফিরতে না পারলে মন খারাপ হয়। ছেলে ইউভানের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই তাই মা শুভশ্রী ফিরলেন সিনেমার সেটে। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলার ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে শুভশ্রীর নায়ক হয়েছেন অঙ্কুশ হাজরা। শুভশ্রী যে শো-এ বিচারক হয়েছেন, সেই ‘ডান্স বাংলা ডান্স’-এর উপস্থাপকের দায়িত্বে আছেন অঙ্কুশ।
করোনাকালের আগেই এই ছবির বেশির ভাগ অংশের শুটিং সেরে ফেলেছিলেন তাঁরা। করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে ঘোষিত লকডাউনে গত বছর মার্চে থমকে যায় ছবির শুটিং। এরপর একদিকে করোনা, অন্যদিকে শুভশ্রীর প্রেগনেন্সি–পরিচালক বাবা যাদবকে সামলাতে হয়েছে দুটোই। অবশেষে বহু জল ঘোলা করে আবারও শুটিংয়ের শিডিউল ফেলা হয়েছে। গতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। এতে শুভশ্রী-অঙ্কুশ দুজনেই অংশ নিয়েছেন। শুটিং শুরু হলেও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানিয়ে রাখা ভালো, অঙ্কুশ-শুভশ্রী জুটির এটা দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার পর্দায় দেখা দিয়েছিলেন তাঁরা।
অনেক দিন পর ছবির শুটিং, তাই নায়ক-নায়িকা দুজনেই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে দুজনেই পোস্ট করেছেন শুটিংয়ের জন্য রেডি হওয়ার ভিডিও। অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘করোনার ধাক্কায় আড়াই বছর পর একটা ছবির শুটিং আবার শুরু হচ্ছে।’
ছেলে ইউভান জন্মের পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্রলের শিকার হয়েছেন তিনি। গত চার মাসে জিম, যোগব্যায়াম আর ডায়েট করে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কদিন আগেই ফটোশুটে তাক লাগিয়েছেন। সেখান থেকে এবার সিনেমার শুটিংয়ে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৪ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৩ ঘণ্টা আগে