Ajker Patrika

সাদ-বাঁধনদের বিশেষ সম্মাননা

আপডেট : ১১ জুলাই ২০২১, ১৩: ১৪
সাদ-বাঁধনদের বিশেষ সম্মাননা

উদ্বোধনী আয়োজনে রেড কার্পেট থেকে দূরে ছিলেন সাদ-বাঁধনরা। তবে চার দিনের মাথায় ৯ জুলাই বিশেষ আমন্ত্রণে লাল গালিচায় পা রাখলেন তাঁরা। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে রীতিমতো ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের মাইক্রোফোনে ডেকে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়  নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ দলের আট সদস্যকে। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দেন আজমেরী হক বাঁধন। সাদের হাত ধরে হেঁটে যান কান উৎসবের লাল গালিচায়।

লালগালিচায় বাঁধনকান উৎসবের ৭৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছবির নায়িকা আজমেরী হক বাঁধন ও নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমন্ত্রণ পেয়েছিলেন লাল গালিচায় হাঁটার। কিন্তু টিমের বাকিদের ছেড়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

লালগালিচায় বাঁধনআঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত