উদ্বোধনী আয়োজনে রেড কার্পেট থেকে দূরে ছিলেন সাদ-বাঁধনরা। তবে চার দিনের মাথায় ৯ জুলাই বিশেষ আমন্ত্রণে লাল গালিচায় পা রাখলেন তাঁরা। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে রীতিমতো ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের মাইক্রোফোনে ডেকে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ দলের আট সদস্যকে। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দেন আজমেরী হক বাঁধন। সাদের হাত ধরে হেঁটে যান কান উৎসবের লাল গালিচায়।
কান উৎসবের ৭৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছবির নায়িকা আজমেরী হক বাঁধন ও নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমন্ত্রণ পেয়েছিলেন লাল গালিচায় হাঁটার। কিন্তু টিমের বাকিদের ছেড়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।
উদ্বোধনী আয়োজনে রেড কার্পেট থেকে দূরে ছিলেন সাদ-বাঁধনরা। তবে চার দিনের মাথায় ৯ জুলাই বিশেষ আমন্ত্রণে লাল গালিচায় পা রাখলেন তাঁরা। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে রীতিমতো ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের মাইক্রোফোনে ডেকে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ দলের আট সদস্যকে। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দেন আজমেরী হক বাঁধন। সাদের হাত ধরে হেঁটে যান কান উৎসবের লাল গালিচায়।
কান উৎসবের ৭৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছবির নায়িকা আজমেরী হক বাঁধন ও নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমন্ত্রণ পেয়েছিলেন লাল গালিচায় হাঁটার। কিন্তু টিমের বাকিদের ছেড়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১১ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৯ ঘণ্টা আগে