Ajker Patrika

‘বাবার সঙ্গে কাজ করা প্রেশারের’, প্রথম অভিনয় প্রসঙ্গে চঞ্চলপুত্র শুদ্ধ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ৫০
‘বাবার সঙ্গে কাজ করা প্রেশারের’, প্রথম অভিনয় প্রসঙ্গে চঞ্চলপুত্র শুদ্ধ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের তৃতীয় সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বৃহস্পতিবার হয়ে গেল এই ওয়েব ফিল্ম নিয়ে সংবাদ সম্মেলন। আর সেখানেই উঠে এসেছে সিনেমাটির নানা দিক।

সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন চঞ্চলপুত্র শুদ্ধ। ‘মনোগামী’-এর মধ্যে দিয়ে সিনেমায় ডেবিউ হতে যাচ্ছে তার। রিয়েল লাইফের বাবাকে রিলের বাবা হিসেবে পেয়ে শুদ্ধ বেশ খুশি।

তবে বাবা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করে চাপ অনুভব করেছে শুদ্ধ। তাঁর কথায়, ‘বাবার সঙ্গে কাজ করা প্রেশারের’।

শুদ্ধ বলে, ‘আমি বাবার শুটিংয়ে অনেকবার গিয়েছি। তবে এবার নিজের শুটিং হওয়ায় খুব নার্ভাস লাগছিল। শুটিংয়ের আগে সারা রাত ঘুমাতে পারিনি। ফারুকী আংকেলের এই সিনেমায় কাজ করাটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। আর বাবার সঙ্গে কাজ করেও খুব আনন্দ লেগেছে।’

চঞ্চল চৌধুরী ও পুত্র শুদ্ধউল্লেখ্য, ‘মিনিস্ট্রি অব লাভ’-এর সিজনে আছে ১২ জন নির্মাতার ১২টি সিনেমা। যেগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ অরিজিনাল ফিল্মে। এর মধ্যে তৃতীয় সিনেমাটি হচ্ছে ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত