Ajker Patrika

মাঠের লড়াইয়ে রুপালি পর্দার শাকিব ও ইমন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২০: ১৪
মাঠের লড়াইয়ে রুপালি পর্দার শাকিব ও ইমন

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্লেয়ার ড্রাফটে ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে উপস্থিত ছিলেন শাকিব খান ও মামনুন ইমন। বিপিএলের এবারের আসরে শাকিব খানের যুক্ত হওয়াকে বাড়তি আকর্ষণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। পাঁচ তারকা হোটেলে প্লেয়ার ড্রাফট আয়োজনেও তাঁকে ঘিরেই যেন সব আলোচনা!

ড্রাফট অনুষ্ঠান শেষে শাকিব খান বলেন, ‘সব সময় ভাবতাম সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে মার্চ করতে পারে। আমরা সবাই জানি, সিনেমার রোমান্স, ইমোশন, অ্যাকশন আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট একসঙ্গে মিলে গেলে মহা বিস্ফোরণ হতে পারে, রচিত হতে পারে মহাকাব্য। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে। যখন আমরা দল কেনার ঘোষণা দিয়েছি, তখন থেকেই দেশের মানুষের কাছ থেকে অন্য রকম ভালোবাসা পাচ্ছি। ক্রিকেট ও সিনেমার দর্শক একত্র হয়েছে। তারা সকলেই উচ্ছ্বসিত। এক টিকিটে দুই সিনেমা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে।’

ড্রাফট থেকে খেলোয়াড় নির্বাচন করতেও বেশ সক্রিয় ছিলেন শাকিব ও ইমন। প্রস্তুতি নিতে গিয়ে নির্ঘুম সময় কাটিয়েছেন দুজনে। শাকিব বলেন, ‘ফাইনাল ড্রাফটে অংশ নেওয়ার আগে আমাদের অনেক মিটিং করতে হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে হিসাব মেলাতে হয়েছে। চূড়ান্ত তালিকা করতে করতে রাত পার হয়ে গেছে। ঘুম হয়েছে কি হয়নি, তা নিয়ে কারও চিন্তা ছিল না। সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করেছে। শুধু আমাদের নয়, প্রতিটি দলের একই অবস্থা গেছে। বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলকে আমাদের ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে শুভকামনা। প্রতিটি দলই চমৎকারভাবে নিজেদের সাজানোর চেষ্টা করেছে। আমি ও আমরা আশা করছি, এবারের মাঠের লড়াইটা জমবে।’

শাকিবের দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজারা।

ঢাকা ক্যাপিটালস ছাড়াও বিপিএলের ১১তম আসরে অংশ নেবে ফরচুন বরিশাল, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত