Ajker Patrika

হরিজনদের নিয়ে সিনেমা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০: ০৯
হরিজনদের নিয়ে সিনেমা

শুরু হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েবফিল্ম ‘হরিজন পল্লী’। রাজবাড়ী জেলা সদরে অবস্থিত হরিজনদের নিজস্ব এলাকায় আজ ১৬ জানুয়ারি শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও ওয়েবফিল্মটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘হরিজনরা আমাদের সমাজেরই অংশ। তাদের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিকভাবে আমাদের দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েবফিল্মটি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। তাদের ক্রাইসিসগুলো নিয়ে সবাই সচেতন হবে। আশা করি ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

হরিজনদের জীবনবৈচিত্র্য নিয়ে সৈয়দ আশিক রহমান এর গল্পে ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ। পরিচালক সকাল আহমেদ।

ওয়েবফিল্মটির পরিচালক সকাল আহমেদ বলেন, ‘প্রথমেই আমি বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে এ কাজটি করার সুযোগ দিয়েছে। এক কাজটি আমার কাছে একটি স্বপ্নের মতো হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে এর চিত্রায়ণ নিয়ে আমি চিন্তা ও চর্চা করে যাচ্ছি। আজ শুটিং শুরু করলাম। আশা করি দর্শক দারুণ কিছু পাবে।’

ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন আরোশ খান, তাসনুভা তিশা, লুৎফর রহমান জর্জ, আফ্রি সেলিনাসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত