Ajker Patrika

সিনেমার প্রচারণায় ছদ্মবেশে রাস্তায় মীর সাব্বির

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২৩: ১৯
সিনেমার প্রচারণায় ছদ্মবেশে রাস্তায় মীর সাব্বির

সাদা চুল-দাড়ি। পাঞ্জাবি-পাজামা পরা এক বৃদ্ধ ভীষণ ব্যস্ত রাস্তায়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যাঁরা রাস্তা পার হচ্ছেন, বৃদ্ধ তাঁদের বাধা দিচ্ছেন। বোঝাচ্ছেন— ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে অনুরোধ করছেন।

তাঁর অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ। কেউ কথা না শুনে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না বৃদ্ধ। আন্তরিকভাবে লোকজনকে বলছেন, ‘এই যে দ্যাখেন, আমরা যদি সবাই ওভার ব্রিজ ব্যবহার করি, তাহলে তো দুর্ঘটনার হাত থেকে তো বাঁচতে পারি।’

সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন; মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।

লোকজনকে শুধু সচেতনই করেননি মীর সাব্বির। যাঁরা তাঁর কথামতো ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছেন, তাঁদের উপহার হিসেবে ‘রাত জাগা ফুল’ ছবির টিকিট দিয়েছেন সাব্বির।

মীর সাব্বির বলেন, ‘পুরস্কার হিসেবে আমার সিনেমার ফ্রি টিকিট দেওয়াটা ছিল একটা ছোট্ট প্রয়াস। মাথায় ছিল সচেতনতা আর নিরাপত্তার দিকটা। আমার সিনেমায় এ মা, মাটি ও মানুষের চিত্রই ফুটে উঠেছে।’

বৃদ্ধবেশে প্রচারণার একপর্যায়ে আলগা চুল-দাড়ি খুলে ফেলেন মীর সাব্বির। তখন লোকজন তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি। একটি বিশেষ চরিত্রে আছেন মীর সাব্বির নিজেও।

দেখুন মীর সাব্বিরের ভিন্নধর্মী প্রচারণার ভিডিও:
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত