বিনোদন প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।
এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।
এর আগে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে প্রদর্শিত হয়েছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার’। দ্য ম্যাজিকাল মেন দিয়ে আবারও তিনি ফিরেছেন এই উৎসবে। বিপ্লব সরকার ছাড়াও এ সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’আর্টেমা (ফ্রান্স) ও শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)। নতুন সিনেমাটি নিয়ে বিপ্লব বলেন, ‘সিনেমাটি একেবারেই আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। ইতিমধ্যে এ সিনেমার সঙ্গে বাংলাদেশ ছাড়াও আরও তিনটি দেশের তিনজন প্রোডিউসার যুক্ত আছেন। আমরা এশিয়ান প্রজেক্ট মার্কেটে গিয়ে অর্থায়ন খোঁজার চেষ্টা করব। যেহেতু আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে, ফলে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না।’
অন্যদিকে, মির্জা শবনম ফেরদৌসির দ্য সাইলেন্স অব দ্য লুমস নিয়ে প্রযোজক রাজিব মহাজন বলেছেন, ‘এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আমাদের সিনেমা নির্বাচিত হওয়াটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করছি, একটি ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা খোঁজার। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, বিস্তারিত পরে জানাতে পারব।’
এশিয়ান প্রজেক্ট মার্কেটের বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ বছর ৪৪টি দেশ থেকে ৪৫৫টি আবেদনপত্র জমা পড়েছিল, যা অন্য বছরের চেয়ে সর্বোচ্চ। এর মধ্য থেকে ৩০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। সামাজিক বৈষম্য, পারিবারিক বন্ধন, এলজিবিটিকিউ ইস্যু, জেন্ডার, যুদ্ধ, সীমান্ত সমস্যাসহ নানা বিষয় গুরুত্ব পেয়েছে এসব সিনেমায়।
প্রযোজক হিসেবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেটে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নামও। তাঁর প্রযোজিত ‘ডিফিকাল্ট ডটারস’ সিনেমাটি নির্বাচিত হয়েছে ভারত থেকে, যেটি পরিচালনা করবেন আলিয়ার মা সোনি রাজদান।
এশিয়ান প্রজেক্ট মার্কেটের এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।
এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।
এর আগে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে প্রদর্শিত হয়েছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার’। দ্য ম্যাজিকাল মেন দিয়ে আবারও তিনি ফিরেছেন এই উৎসবে। বিপ্লব সরকার ছাড়াও এ সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’আর্টেমা (ফ্রান্স) ও শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)। নতুন সিনেমাটি নিয়ে বিপ্লব বলেন, ‘সিনেমাটি একেবারেই আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। ইতিমধ্যে এ সিনেমার সঙ্গে বাংলাদেশ ছাড়াও আরও তিনটি দেশের তিনজন প্রোডিউসার যুক্ত আছেন। আমরা এশিয়ান প্রজেক্ট মার্কেটে গিয়ে অর্থায়ন খোঁজার চেষ্টা করব। যেহেতু আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে, ফলে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না।’
অন্যদিকে, মির্জা শবনম ফেরদৌসির দ্য সাইলেন্স অব দ্য লুমস নিয়ে প্রযোজক রাজিব মহাজন বলেছেন, ‘এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আমাদের সিনেমা নির্বাচিত হওয়াটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করছি, একটি ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা খোঁজার। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, বিস্তারিত পরে জানাতে পারব।’
এশিয়ান প্রজেক্ট মার্কেটের বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ বছর ৪৪টি দেশ থেকে ৪৫৫টি আবেদনপত্র জমা পড়েছিল, যা অন্য বছরের চেয়ে সর্বোচ্চ। এর মধ্য থেকে ৩০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। সামাজিক বৈষম্য, পারিবারিক বন্ধন, এলজিবিটিকিউ ইস্যু, জেন্ডার, যুদ্ধ, সীমান্ত সমস্যাসহ নানা বিষয় গুরুত্ব পেয়েছে এসব সিনেমায়।
প্রযোজক হিসেবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেটে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নামও। তাঁর প্রযোজিত ‘ডিফিকাল্ট ডটারস’ সিনেমাটি নির্বাচিত হয়েছে ভারত থেকে, যেটি পরিচালনা করবেন আলিয়ার মা সোনি রাজদান।
এশিয়ান প্রজেক্ট মার্কেটের এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ মিনিট আগেসাম্প্রতিক সময়ে ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত এক বছরে ঢাকায় পারফর্ম করে গেছেন আতিফ আসলাম, আবদুল হান্নান, রাহাত ফতেহ আলী খান, জাল ব্যান্ড ও কাভিশ। এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস।
১ দিন আগেবাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’। চীনা দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এই উৎসব।
১ দিন আগেনিজের গানের দল ‘হুলিগানইজম’ নিয়ে অনির্বাণ এখন আলোচনায়। কয়েক মাস আগে এ ব্যান্ডের ‘মেলার গান’ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি একটি কনসার্ট থেকে ভাইরাল হয় অনির্বাণের আরেকটি গান। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করতে দেখা যায় অনির্বাণকে।
১ দিন আগে