Ajker Patrika

অস্কারের মঞ্চে ফিরছেন সঞ্চালক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ১১
অস্কারের মঞ্চে ফিরছেন সঞ্চালক

গত তিন বছর ধরে ‘অস্কার’ বিতরণী মঞ্চে ছিলেন না কোনো সঞ্চালক। তবে ৯৪তম আসরে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সামনে রেখে এসেছে নতুন ঘোষণা। অস্কার বিতরণ মঞ্চে এবার থাকছেন সঞ্চালক।

সঞ্চালক ফেরানোর ঘোষণাটি দিয়েছেন এবিসি এন্টারটেইনমেন্টের সভাপতি ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু অরিজিনাল ক্রেইগ এরউইচ। তবে কে থাকছেন সঞ্চালক হিসেবে, তা জানানো হয়নি। 
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বছরগুলোতে অস্কারের রেটিং অনেক কমে গেছে। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আয়োজনে দর্শকসংখ্যা ছিল মাত্র ১০ দশমিক ৪ মিলিয়ন পর্যন্ত, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ কম। মূলত এ কারণে অনুষ্ঠানে আবার সঞ্চালক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ক্রেইগ এরউইচ বলেন, ‘অস্কারে তিন বছর পর সঞ্চালক ফিরছেন। আমরা জানি, অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করে। তাঁদের আনন্দ বাড়িয়ে দিতে চাই। তবে কে সঞ্চালক হবেন তা আমরা এখনই জানাতে চাই না। শিগগিরই এটা জানানো হবে।’

২০১৮ সালে অস্কারে শেষ সঞ্চালক ছিলেন জিমি কিমেল। এদিকে আগামী আসরে সঞ্চালক হতে আগ্রহ দেখিয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা টম হল্যান্ড।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত