স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে