স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে