মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। গতকাল এল বিউটি সার্কাসের প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’। ব্যান্ড চিরকুটের নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’—এমন কথার গানটি এরইমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। গানের ভিডিওচিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমনের মন ভরানো রোমান্টিক সব দৃশ্য।
গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে কয়েকটি সিনেমার জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
‘বিউটি সার্কাস’ সিনেমার আরো দুটি গানে কণ্ঠ দিয়েছেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও টুনটুন বাউল।
শুনুন ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান:
মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। গতকাল এল বিউটি সার্কাসের প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’। ব্যান্ড চিরকুটের নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’—এমন কথার গানটি এরইমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। গানের ভিডিওচিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমনের মন ভরানো রোমান্টিক সব দৃশ্য।
গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে কয়েকটি সিনেমার জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
‘বিউটি সার্কাস’ সিনেমার আরো দুটি গানে কণ্ঠ দিয়েছেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও টুনটুন বাউল।
শুনুন ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৯ ঘণ্টা আগে