মাত্র ৫০০ রুপিতে ‘নায়ক’ পেয়েছেন বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুনে অবাক হওয়ারই কথা। এখন প্রশ্ন হলো, কে সেই ‘নায়ক’? উত্তর দিয়েছেন ফারাহ নিজেই।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার ফারাহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘নতুন নায়ক’-এর সঙ্গে ছবি আপলোড করেন। ছবি দেখে সবাই আরও অবাক। এ তো খুদে নায়ক! টেনিস সেনসেশন সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিক। ফারাহ ইনস্টাগ্রামে ইজহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। খুদে ইজহানের হাতে একটি ৫০০ রুপির নোট।
ছবির ক্যাপশনে ফারাহ লিখেছেন, ‘সস্তায় আমার নতুন নায়ক পেয়েছি। ইজহান মির্জা মালিক। এই কিউটি আমার জন্য মাত্র ৫০০ রুপিতে সাইন করেছে।’ এরপর সানিয়ার উদ্দেশে ফারাহ লিখেছেন, ‘সানিয়া মির্জা, ডিসকাউন্ট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
ফারাহ খানের ‘নতুন নায়ক’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার মন জয় করে নিয়েছে। ভালোবাসা জানাচ্ছে সবাই। সানিয়া মির্জাও ছবির কমেন্ট বক্সে লাল হৃদয় চিহ্ন দিয়েছেন।
টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেট তারকা শোয়েব মালিকের তিন বছর বয়সী পুত্র ইজহান মির্জা মালিক এরই মধ্যে বেশ জনপ্রিয়। এই স্টার কিডের নামে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনুসারীর সংখ্যাও লাখের বেশি।
মাত্র ৫০০ রুপিতে ‘নায়ক’ পেয়েছেন বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুনে অবাক হওয়ারই কথা। এখন প্রশ্ন হলো, কে সেই ‘নায়ক’? উত্তর দিয়েছেন ফারাহ নিজেই।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার ফারাহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘নতুন নায়ক’-এর সঙ্গে ছবি আপলোড করেন। ছবি দেখে সবাই আরও অবাক। এ তো খুদে নায়ক! টেনিস সেনসেশন সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিক। ফারাহ ইনস্টাগ্রামে ইজহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। খুদে ইজহানের হাতে একটি ৫০০ রুপির নোট।
ছবির ক্যাপশনে ফারাহ লিখেছেন, ‘সস্তায় আমার নতুন নায়ক পেয়েছি। ইজহান মির্জা মালিক। এই কিউটি আমার জন্য মাত্র ৫০০ রুপিতে সাইন করেছে।’ এরপর সানিয়ার উদ্দেশে ফারাহ লিখেছেন, ‘সানিয়া মির্জা, ডিসকাউন্ট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
ফারাহ খানের ‘নতুন নায়ক’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার মন জয় করে নিয়েছে। ভালোবাসা জানাচ্ছে সবাই। সানিয়া মির্জাও ছবির কমেন্ট বক্সে লাল হৃদয় চিহ্ন দিয়েছেন।
টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেট তারকা শোয়েব মালিকের তিন বছর বয়সী পুত্র ইজহান মির্জা মালিক এরই মধ্যে বেশ জনপ্রিয়। এই স্টার কিডের নামে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনুসারীর সংখ্যাও লাখের বেশি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে