যৌন হয়রানি বলতেই আমরা বুঝি নারী বা মেয়ে শিশু নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কি তাই? নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। এ রকম গল্প নিয়েই নির্মিত হয়েছে নির্মাতা ইফফাত জাহান মমর ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে ওয়েব চলচ্চিত্রটির পোস্টার। ইতিমধ্যে পোস্টারটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্যতিক্রমী গল্পে নির্মিত এই ওয়েব চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেসব নির্যাতনের কথা সামাজিক ট্যাবু ভেঙে কেউই বলার সাহস করে না। আমরা ‘মুনতাসীর’ গল্পে পুরুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানির অভিজ্ঞতা ও ট্রমা। সেক্সুয়াল হ্যারাজমেন্টের যে আসলে কোনো জেন্ডার নেই, এখানে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে ও পেছনে—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি সিনেমাটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
একজন নারী নির্মাতা হয়ে পুরুষের নির্যাতনের গল্প তুলে ধরা প্রসঙ্গে ইফফাত জাহান মম বলেন, ‘নারী নির্মাতা শব্দটা আমি বিশ্বাস করি না। নির্মাতার কোনো জেন্ডার হতে পারে না। আমার কাছে গল্পটা পড়ে মনে হয়েছে এই বিষয়টা পর্দায় তুলে ধরা প্রয়োজন।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, অশোক বেপারী, ফারহানা হামিদসহ আরও অনেকে।
অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘বিশেষ একটি থিমের ওপর ভিত্তি করে মুনতাসীর নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এক গল্প তুলে ধরেছেন। আমার বিশ্বাস, দর্শক এই ওয়েব ফিল্মে নতুনত্বের স্বাদ পাবে। তা ছাড়া এ ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
ইফফাত জাহান মম জানান, আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
যৌন হয়রানি বলতেই আমরা বুঝি নারী বা মেয়ে শিশু নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কি তাই? নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। এ রকম গল্প নিয়েই নির্মিত হয়েছে নির্মাতা ইফফাত জাহান মমর ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে ওয়েব চলচ্চিত্রটির পোস্টার। ইতিমধ্যে পোস্টারটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্যতিক্রমী গল্পে নির্মিত এই ওয়েব চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেসব নির্যাতনের কথা সামাজিক ট্যাবু ভেঙে কেউই বলার সাহস করে না। আমরা ‘মুনতাসীর’ গল্পে পুরুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানির অভিজ্ঞতা ও ট্রমা। সেক্সুয়াল হ্যারাজমেন্টের যে আসলে কোনো জেন্ডার নেই, এখানে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে ও পেছনে—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি সিনেমাটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
একজন নারী নির্মাতা হয়ে পুরুষের নির্যাতনের গল্প তুলে ধরা প্রসঙ্গে ইফফাত জাহান মম বলেন, ‘নারী নির্মাতা শব্দটা আমি বিশ্বাস করি না। নির্মাতার কোনো জেন্ডার হতে পারে না। আমার কাছে গল্পটা পড়ে মনে হয়েছে এই বিষয়টা পর্দায় তুলে ধরা প্রয়োজন।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, অশোক বেপারী, ফারহানা হামিদসহ আরও অনেকে।
অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘বিশেষ একটি থিমের ওপর ভিত্তি করে মুনতাসীর নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এক গল্প তুলে ধরেছেন। আমার বিশ্বাস, দর্শক এই ওয়েব ফিল্মে নতুনত্বের স্বাদ পাবে। তা ছাড়া এ ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
ইফফাত জাহান মম জানান, আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে