Ajker Patrika

মুক্তি পেছাল ‘আন্তঃনগর’ সিনেমার

আপডেট : ৩১ মে ২০২৪, ১২: ৪২
মুক্তি পেছাল ‘আন্তঃনগর’ সিনেমার

আজ শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল গোলাম রাব্বানী কিশোর পরিচালিত সিনেমা ‘আন্তঃনগর’। শেষ মুহূর্তে মুক্তি স্থগিত করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে জানা গেছে, আজ রাজশাহীর একটি হলে সিনেমাটি প্রদর্শিত হবে।

বিবৃতিতে জানানো হয়, ‘তন্নী কথাচিত্রের ব্যানারে জাকির হোসেন প্রযোজিত, রুবেল মাহমুদের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে গোলাম রাব্বানী কিশোর পরিচালিত চলচ্চিত্র ‘আন্তঃনগর’ আজ ৩১ মে ২০২৪ ইং রোজ শুক্রবার দেশব্যপী শুভমুক্তির কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, এখনো অনেক মানুষ গৃহহীন। তন্নী কথাচিত্রসহ আন্তঃনগর চলচ্চিত্র পরিবার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করে শুভমুক্তি চলমান রেখে সিনেমা হলে প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঈদুল আজহা-পরবর্তী সময়ে দেশব্যপী প্রদর্শন করা হবে।’

তবে জানা গেছে, রাজশাহীর একটি সিনেমা হলে দেখানো হবে সিনেমাটি। কিন্তু কোন সিনেমা হলে মুক্তি পাচ্ছে, তা জানায়নি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।

তন্নী কথাচিত্রের ব্যানারে সিনেমাটিতে অভিনয় করেছেন দিগন্ত, শান্ত চৌধুরী, তমা, সোহেল খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত