Ajker Patrika

ঈদে সিয়ামের দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০: ৫৮
ঈদে সিয়ামের দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

এবার ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত দুটি সিনেমার। সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও সিয়াম-পূজার ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির পর্দায়। 

সিয়াম আহমেদ ও পরীমণি দ্বিতীয় দফায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। গত জানুয়ারির ২০ তারিখ এটি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। 

তিন মাসের ব্যবধানে সেই ছবিটাই এবার আসছে টেলিভিশন পর্দায়। আসন্ন ঈদে এটি দেখানো হবে দীপ্ত টিভিতে। জানা গেছে, চ্যানেলটির বিশেষ আয়োজনের অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় ছবিটির প্রিমিয়ার হবে । এমনটাই জানিয়েছেন দীপ্ত টিভির প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা। 

তাঁর প্রত্যাশা, যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে সিয়াম-পরীর রোমাঞ্চকর অভিযানটি দেখতে পারেননি, এই সুযোগে তাঁরা ঘরে বসেই সেটি উপভোগ করতে পারবেন। 

এতে সিয়াম-পরী ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ ছবির সহ-প্রযোজক বঙ্গ। 

এদিকে গত বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘শান’। অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই ছবিতে সিয়ামের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। এম রাহিম নির্মিত ছবিটি দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছিল। ঈদের প্রথম দিন বেলা ১টায় প্রচারিত হবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত