লিউডের মূল ধারার সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসাকে। বলিউডি নায়িকাদের ঠাট-ঠমকের বাইরে ভিন্ন রাজ্যের ভিন্ন নৃগোষ্ঠীর কোনো মেয়ে এই প্রথম মূল ধারায় নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন।
সিনেমার নাম ‘অনেক’। প্রধান চরিত্রে আয়ুষ্মান খুরানা। আর প্রধান নারী চরিত্রে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসা। বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের অনেকেই তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
অনুভব সিনহার পরিচালনায় এই সিনেমায় আন্দ্রেয়া আইদো চরিত্রে অভিনয় করেছেন। বি-টাউনের সবাই তাঁকে ভালোবাসা জানাচ্ছেন। তাপসী পান্নু থেকে নীনা গুপ্তা পর্যন্ত সেলিব্রিটিরা এই নবাগতকে তাঁদের ক্লাবে স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন।
জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা একটি ছবি শেয়ার করেছেন যেখানে আন্দ্রেয়ার পরিহিত সাদা শাড়িতে লেখা রয়েছে, ‘জিতেগা কৌন? হিন্দুস্তান (কে জিতবে? ভারত)।’ ছবির ক্যাপশনে লেখা, ‘ভারতের কথা শোন। এখানে “অনেক” থেকে “আইদো’ আছে। আমাদের সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তাঁকে আপনারা সবাই ভালোবাসা দিন। “অনেক” হলে আসছে ২৭ মে।’
চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তাপসী পান্নু। তিনি আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি নোট পোস্ট করেছেন। তাতে লেখা, ‘বৈচিত্র্য সুন্দর। ঠিক আমাদের দেশের মতো। আসুন এই সুন্দরীকে আমাদের চলচ্চিত্র জগতে স্বাগত জানাই। সবাই সদয় হোন। নাগাল্যান্ড থেকে আন্দ্রেয়া কেভিচুসাকে হ্যালো বলুন। “অনেক” থেকে “আইদো” এর দিকে নজর রাখুন।’
গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত হুমা কুরেশি আন্দ্রেয়া কেভিচুসাকে ইন্ডাস্ট্রিতে স্বাগত জানিয়েছেন। ‘স্বাগত প্রিয়, আন্দ্রেয়া, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে...অনেক-এ আপনাকে দেখার জন্য ত্বর সইছে না। আন্দ্রেয়া কেভিচুসার সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। আসুন তাঁকে ভালোবাসা দিই। অনেক আসছে ২৭ মে।’ লিখেছেন হুমা।
দিয়া মির্জাও আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি সুন্দর নোট লিখে ‘চলচ্চিত্রের জাদুতে’ স্বাগত জানিয়েছেন।
অভিনেত্রী ইশা তালওয়ার চান সবাই সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসার জন্য আওয়াজ তুলুক।
আন্দ্রেয়া কেভিচুসা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে সব পোস্ট শেয়ার করেছেন। অনেক-এর পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, ‘অনেক-এর অংশ হতে পেরে খুব খুশি এবং আমার প্রথম বলিউড ছবিতে মাস্টার কারিগর অনুভব সিনহার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়া প্রতিভাবান আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত।’
অভিনেত্রী সায়নি গুপ্ত একটি উৎসাহব্যঞ্জক মন্তব্য রেখে বলেছেন, ‘তোমার জন্য গর্বিত।’
লিউডের মূল ধারার সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসাকে। বলিউডি নায়িকাদের ঠাট-ঠমকের বাইরে ভিন্ন রাজ্যের ভিন্ন নৃগোষ্ঠীর কোনো মেয়ে এই প্রথম মূল ধারায় নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন।
সিনেমার নাম ‘অনেক’। প্রধান চরিত্রে আয়ুষ্মান খুরানা। আর প্রধান নারী চরিত্রে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসা। বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের অনেকেই তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
অনুভব সিনহার পরিচালনায় এই সিনেমায় আন্দ্রেয়া আইদো চরিত্রে অভিনয় করেছেন। বি-টাউনের সবাই তাঁকে ভালোবাসা জানাচ্ছেন। তাপসী পান্নু থেকে নীনা গুপ্তা পর্যন্ত সেলিব্রিটিরা এই নবাগতকে তাঁদের ক্লাবে স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন।
জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা একটি ছবি শেয়ার করেছেন যেখানে আন্দ্রেয়ার পরিহিত সাদা শাড়িতে লেখা রয়েছে, ‘জিতেগা কৌন? হিন্দুস্তান (কে জিতবে? ভারত)।’ ছবির ক্যাপশনে লেখা, ‘ভারতের কথা শোন। এখানে “অনেক” থেকে “আইদো’ আছে। আমাদের সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তাঁকে আপনারা সবাই ভালোবাসা দিন। “অনেক” হলে আসছে ২৭ মে।’
চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তাপসী পান্নু। তিনি আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি নোট পোস্ট করেছেন। তাতে লেখা, ‘বৈচিত্র্য সুন্দর। ঠিক আমাদের দেশের মতো। আসুন এই সুন্দরীকে আমাদের চলচ্চিত্র জগতে স্বাগত জানাই। সবাই সদয় হোন। নাগাল্যান্ড থেকে আন্দ্রেয়া কেভিচুসাকে হ্যালো বলুন। “অনেক” থেকে “আইদো” এর দিকে নজর রাখুন।’
গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত হুমা কুরেশি আন্দ্রেয়া কেভিচুসাকে ইন্ডাস্ট্রিতে স্বাগত জানিয়েছেন। ‘স্বাগত প্রিয়, আন্দ্রেয়া, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে...অনেক-এ আপনাকে দেখার জন্য ত্বর সইছে না। আন্দ্রেয়া কেভিচুসার সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। আসুন তাঁকে ভালোবাসা দিই। অনেক আসছে ২৭ মে।’ লিখেছেন হুমা।
দিয়া মির্জাও আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি সুন্দর নোট লিখে ‘চলচ্চিত্রের জাদুতে’ স্বাগত জানিয়েছেন।
অভিনেত্রী ইশা তালওয়ার চান সবাই সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসার জন্য আওয়াজ তুলুক।
আন্দ্রেয়া কেভিচুসা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে সব পোস্ট শেয়ার করেছেন। অনেক-এর পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, ‘অনেক-এর অংশ হতে পেরে খুব খুশি এবং আমার প্রথম বলিউড ছবিতে মাস্টার কারিগর অনুভব সিনহার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়া প্রতিভাবান আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত।’
অভিনেত্রী সায়নি গুপ্ত একটি উৎসাহব্যঞ্জক মন্তব্য রেখে বলেছেন, ‘তোমার জন্য গর্বিত।’
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে