বিনোদন প্রতিবেদক
ঢাকা: অভিনেত্রী জয়া আহসানের বান্ধবী নাঈমা মেহরিন। তিন মেয়ে তাঁর। বড় মেয়ের ২১, মেজো ১৯ আর ছোট মেয়ের বয়স ১৩ বছর। ভরা সংসার নাঈমার। সংসার-সন্তানকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু করোনা কেড়ে নিলো সব।
মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী নাঈমা। শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে, আইসিইউ কাটিয়ে, গত ৩১ মার্চ তিনি মারা যান। জয়া আহসান জানাচ্ছেন, ‘নাঈমা ও তাঁর বৃদ্ধা মা একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সেবা করতে গিয়ে সে নিজের প্রতি অতটা খেয়াল রাখেনি। তাঁর মূল চিন্তা ছিল কীভাবে মাকে সুস্থ করা যায়! শেষ পর্যন্ত মা সুস্থ হয়। কিন্তু নাঈমাকে বাঁচানো যায়নি।’
উন্নত চিকিৎসার জন্য নাঈমাকে একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর মারা যান তিনি। নাঈমাকে হারিয়ে অথৈ সাগরে তাঁর পরিবার। শোকের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বড় অংকের হাসপাতাল খরচ। নাঈমার পরিবার সূত্রে জানা গেছে, মোট চিকিৎসা খরচ দাঁড়িয়েছে চার লাখ ডলার। পরিবারের যা সঞ্চয় ছিল, সেখান থেকে দেড় লাখ ডলার শোধ করতে পেরেছেন। বাকি আছে আরো তিন লাখ ডলার।
এ বিরাট অংকের বকেয়া শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অভিনেত্রী জয়া আহসান তাই এগিয়ে এসেছেন। বিত্তবানদের কাছে তিনি অনুরোধ করছেন, এ পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বান্ধবী নাঈমা মেহরিনের জন্য আমি অর্থ সংগ্রহ করছি। তিন কন্যাসন্তানকে রেখে সে চলে গেছে। বিরাট অংকের চিকিৎসা খরচ বকেয়া। পরিবারটি খুবই বিপদে আছে।’
নাঈমার পরিবারকে সাহায্য করার জন্য একটি লিংক ও ফোন নাম্বার দিয়েছেন জয়া আহসান।
ঢাকা: অভিনেত্রী জয়া আহসানের বান্ধবী নাঈমা মেহরিন। তিন মেয়ে তাঁর। বড় মেয়ের ২১, মেজো ১৯ আর ছোট মেয়ের বয়স ১৩ বছর। ভরা সংসার নাঈমার। সংসার-সন্তানকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু করোনা কেড়ে নিলো সব।
মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী নাঈমা। শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে, আইসিইউ কাটিয়ে, গত ৩১ মার্চ তিনি মারা যান। জয়া আহসান জানাচ্ছেন, ‘নাঈমা ও তাঁর বৃদ্ধা মা একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সেবা করতে গিয়ে সে নিজের প্রতি অতটা খেয়াল রাখেনি। তাঁর মূল চিন্তা ছিল কীভাবে মাকে সুস্থ করা যায়! শেষ পর্যন্ত মা সুস্থ হয়। কিন্তু নাঈমাকে বাঁচানো যায়নি।’
উন্নত চিকিৎসার জন্য নাঈমাকে একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর মারা যান তিনি। নাঈমাকে হারিয়ে অথৈ সাগরে তাঁর পরিবার। শোকের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বড় অংকের হাসপাতাল খরচ। নাঈমার পরিবার সূত্রে জানা গেছে, মোট চিকিৎসা খরচ দাঁড়িয়েছে চার লাখ ডলার। পরিবারের যা সঞ্চয় ছিল, সেখান থেকে দেড় লাখ ডলার শোধ করতে পেরেছেন। বাকি আছে আরো তিন লাখ ডলার।
এ বিরাট অংকের বকেয়া শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অভিনেত্রী জয়া আহসান তাই এগিয়ে এসেছেন। বিত্তবানদের কাছে তিনি অনুরোধ করছেন, এ পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বান্ধবী নাঈমা মেহরিনের জন্য আমি অর্থ সংগ্রহ করছি। তিন কন্যাসন্তানকে রেখে সে চলে গেছে। বিরাট অংকের চিকিৎসা খরচ বকেয়া। পরিবারটি খুবই বিপদে আছে।’
নাঈমার পরিবারকে সাহায্য করার জন্য একটি লিংক ও ফোন নাম্বার দিয়েছেন জয়া আহসান।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে