Ajker Patrika

‘হারুন-জায়েদরা একটা গ্যাং’

বিনোদন প্রতিবেদক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯: ০৬
‘হারুন-জায়েদরা একটা গ্যাং’

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান এক হয়ে কাঞ্চন-নিপুণ পরিষদের বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ। ভোটে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিপুণের মন্তব্য, ‘পীরজাদা হারুন, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও জায়েদ খান একটা গ্যাং। এদের জন্য আমাদের জীবনেরও নিরাপত্তা নেই। আমি বনানী থানায় জিডি করেছি।’

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিপুণ। সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কাঞ্চন- নিপুণ পরিষদএ সময় নিপুণ একটি পদের জন্য পুনরায় ভোট গ্রহণেরও আবেদন জানান। উচ্চ আদালতে যাওয়ার বিষয়টিও জানান। তিনি বলেন, ‘একটি পদেরই কেন এতগুলো ভোট নষ্ট হবে। আমাদের গঠনতন্ত্রে কী আছে, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’

নিপুণ অভিযোগ করে বলেন, ‘আমরা সবাই একটা ব্যারিকেডে ছিলাম। জায়েদ খান কখনোই এই ব্যারিকেডে আসেনি। নিয়মকানুন কি শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্যই ছিল? পীরজাদা হারুন বলেছেন, টাকা দেওয়ার কোনো প্রমাণ আমরা পাইনি। টাকা যে দেওয়া হচ্ছে, সেটা পুরো বাংলাদেশে ভাইরাল। লোকজন আমাকে ভিডিও পাঠাচ্ছে। আমি খুবই দুঃখিত, যাঁকে টাকা দেওয়া হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে কথা বলতে আজ আমরা বাধ্য হয়েছি। পীরজাদা হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পীরজাদা হারুন একজন সরকারি চাকরিজীবী। আমি বলব, তিনি যে চাকরি করেন, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।’

নিপুণের অভিযোগ, ‘আমি যেদিন থেকে বলেছি প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব। সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। আমি এফডিসিতে ঢুকব। সেখানে কাজ করব। প্রধানমন্ত্রীকে আনব এফডিসিতে। ওনাকে বলব যে আপনি আসেন, না হয় এই চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।’ এ সময় নিপুণরা হোয়াটসঅ্যাপে জায়েদ খানের সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট দাবি করে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে কাঞ্চন- নিপুণ পরিষদনিপুণ বলেন, ‘আমরা খেতে পারিনি। বাইরে থেকে আমাদের খাবার ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অ্যাসিস্ট্যান্ট ঢুকতে পারেনি। কিন্তু জায়েদ, মিশা সওদাগর ভাই, মৌসুমী আপু দুজন করে নিয়ে ঢুকেছেন। আমাদের বিরুদ্ধে কেন এত নিয়ম রেখেছিল? আমার প্রশ্ন।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিপুণ বলেন, ‘ওনারা তো সব সময় বলেন, ওনারা অনেক কাজ করেছেন। আমি জানি না কেন এত ভোট সবাই আমাকে ভালোবেসে দিয়েছেন। এই ঋণ শোধের না। এই যে পারিনি। তাই অভিযোগগুলো নিয়ে কথা বলেছি। তাতে স্পষ্ট হবে ভোটের দিন আসলে কী হয়েছিল।’

রিয়াজ বলেন, একটা গ্যাং এই ভোট বানচাল করার জন্য চেষ্টা করেছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত