যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রিমিয়ার
গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান। সম্প্রতি আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হলো নীলচক্রের আন্তর্জাতিক প্রিমিয়ার। নির্মাতা জানান, প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকেরা প্রশংসা করেছেন। এবার সিনেমাটি দেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই দেশের দর্শক উপভোগ করতে পারবেন নীলচক্র।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। মিঠু খান জানান, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স। প্রদর্শনী শেষে নীলচক্রের প্রশংসা করেন উপস্থিত দর্শকেরা। এ সময় নীলচক্রের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা। অনেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
নির্মাতা মিঠু খান বলেন, ‘আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্রের প্রিমিয়ার বাংলাদেশের সিনেমার জন্য ইতিবাচক দিক। আমার জন্যও এটা বিশেষ কিছু। হলিউড-বলিউডের প্রায় ৬০০ মানুষ উপস্থিত ছিলেন, সিনেমার প্রশংসা করেছেন। অনেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এভাবেই বিশ্ববাজারে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমার বিশ্বাস।’
নীলচক্রের কাহিনি নিয়ে মিঠু খান বলেন, ‘নীলচক্র কোনো নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়। গল্পনির্ভর সিনেমা। এই সময়ে আমরা ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে পছন্দ করি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ভাইরাল হওয়ার নেশায় মেতে থাকে। এই নেশার পেছনে অনেক ফাঁদ পাতা থাকে। এই ফাঁদে পড়ে অনেকের পাচার হওয়ার গল্প আছে, তেমনি আছে মৃত্যুর খবরও। আরও অনেক বিপদ ওত পেতে থাকে অনলাইনের পরতে পরতে। নীলচক্রকে বলা যায়, গ্লোবাল ট্রু ক্রাইম স্টোরি। এই লাইনটা আমরা ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করব।’
নির্মাতা জানান দেশের হলে নীলচক্র মুক্তির প্রস্তুতি চলছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আরেকটু সময় অপেক্ষা করতে চান। মিঠু খান বলেন, ‘নীলচক্র মুক্তির জন্য আমরা প্রস্তুত, সার্বিক বিবেচনায় কিছুদিন অপেক্ষা করতে চাই। এখনো দেশে সিনেমা মুক্তির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী এক-দুই মাসের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা প্রাথমিকভাবে একটা ডেট নির্ধারণ করেছি, তবে এখনই তা প্রকাশ করতে চাইছি না। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করব।’
নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান। সম্প্রতি আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হলো নীলচক্রের আন্তর্জাতিক প্রিমিয়ার। নির্মাতা জানান, প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকেরা প্রশংসা করেছেন। এবার সিনেমাটি দেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই দেশের দর্শক উপভোগ করতে পারবেন নীলচক্র।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। মিঠু খান জানান, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স। প্রদর্শনী শেষে নীলচক্রের প্রশংসা করেন উপস্থিত দর্শকেরা। এ সময় নীলচক্রের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা। অনেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
নির্মাতা মিঠু খান বলেন, ‘আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্রের প্রিমিয়ার বাংলাদেশের সিনেমার জন্য ইতিবাচক দিক। আমার জন্যও এটা বিশেষ কিছু। হলিউড-বলিউডের প্রায় ৬০০ মানুষ উপস্থিত ছিলেন, সিনেমার প্রশংসা করেছেন। অনেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এভাবেই বিশ্ববাজারে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমার বিশ্বাস।’
নীলচক্রের কাহিনি নিয়ে মিঠু খান বলেন, ‘নীলচক্র কোনো নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়। গল্পনির্ভর সিনেমা। এই সময়ে আমরা ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে পছন্দ করি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ভাইরাল হওয়ার নেশায় মেতে থাকে। এই নেশার পেছনে অনেক ফাঁদ পাতা থাকে। এই ফাঁদে পড়ে অনেকের পাচার হওয়ার গল্প আছে, তেমনি আছে মৃত্যুর খবরও। আরও অনেক বিপদ ওত পেতে থাকে অনলাইনের পরতে পরতে। নীলচক্রকে বলা যায়, গ্লোবাল ট্রু ক্রাইম স্টোরি। এই লাইনটা আমরা ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করব।’
নির্মাতা জানান দেশের হলে নীলচক্র মুক্তির প্রস্তুতি চলছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আরেকটু সময় অপেক্ষা করতে চান। মিঠু খান বলেন, ‘নীলচক্র মুক্তির জন্য আমরা প্রস্তুত, সার্বিক বিবেচনায় কিছুদিন অপেক্ষা করতে চাই। এখনো দেশে সিনেমা মুক্তির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী এক-দুই মাসের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা প্রাথমিকভাবে একটা ডেট নির্ধারণ করেছি, তবে এখনই তা প্রকাশ করতে চাইছি না। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করব।’
নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
১ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
৮ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
৯ ঘণ্টা আগে