বিনোদন প্রতিবেদক, ঢাকা
শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরীমনি ও কর্তৃপক্ষকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরীমনি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।
১৬ নভেম্বর শনিবার যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাঁকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাঁকেও। এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’ পরে সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।
এ ঘটনা নিয়ে শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’
শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরীমনি ও কর্তৃপক্ষকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরীমনি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।
১৬ নভেম্বর শনিবার যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাঁকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাঁকেও। এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’ পরে সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।
এ ঘটনা নিয়ে শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে