শুরুতে সাদাকালো ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ। এর পরেই তাঁর গমগম কণ্ঠস্বর। এভাবেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার পাওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’—এ দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য। সংগীত পরিচালনা করেছেন শিল্পী কবীর সুমন। ছবির প্রযোজক চিত্রনায়ক দেব। ছবিতে হবুচন্দ্র রাজার ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘এখন আর সুস্থ বিনোদনমূলক ছবি হয় কই! আর রূপকথা বলতে শিশুরা এখন হ্যারি পটার বা ডিজনির ছবিই বোঝে, যেটা আমাদের দেশেরই নয়। আমার মনে হয়, এই ছবিটা একটা রিলিফ! ছবিটা দেখলে দর্শকদের আয়ু বেড়ে যাবে। কারণ প্রচুর হাসবে।’
ছবিতে ব্যবহৃত ছন্দ মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করাতেই পারে ‘হীরক রাজার দেশে’ আর ‘গুপী গাইন বাঘা বাইন’কে। গল্পের সঙ্গে মিশেছে রূপকথা। ছবি প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন, হাতিশাল, ঘোড়াশাল তো আছেই;; থাকবে ম্যাজিক, রাজসভা। সবার আশা, ছবিটি ছোটরা দেখে খুবই মজা পাবে।
ছবির গল্পে দেখা যাবে, বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র। তার রাজত্বে রানি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সবাই বেশ সুখেই আছে। রাজার এক বৃদ্ধ মন্ত্রী আছে, যে অত্যন্ত প্রাজ্ঞ। তবে একটাই দুঃখ রাজার, তার কোনো কন্যাসন্তান নেই। শেষে যেদিন রানির কন্যাসন্তান হলো, সেদিন যেন ষোলো আনা পূর্ণ হলো বোম্বাগড় রাজ্যে। আর সেদিন পাওয়া গেল গবুচন্দ্রকে। তাকে রাজদরবারে ডেকে নিয়ে এল রাজা, করা হলো নতুন মন্ত্রী। সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল।
রানি কুসুমকলি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় করেছেন দুষ্টু গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এ ছাড়া বিশেষ ভূমিকায় রয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর।
২০১৯ সালে রামোজি ফিল্ম সিটিতে রাজকীয় সেট তৈরি করে শুটিং হয়েছিল এই ছবির। এই প্রথম প্রযোজক দেব নিজের কোনো ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন না। পাশাপাশি এই ছবির বাজেটও অনেক। ছবিটি একদিকে যেমন ছোটদের জন্য রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ার।
শুরুতে সাদাকালো ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ। এর পরেই তাঁর গমগম কণ্ঠস্বর। এভাবেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার পাওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’—এ দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য। সংগীত পরিচালনা করেছেন শিল্পী কবীর সুমন। ছবির প্রযোজক চিত্রনায়ক দেব। ছবিতে হবুচন্দ্র রাজার ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘এখন আর সুস্থ বিনোদনমূলক ছবি হয় কই! আর রূপকথা বলতে শিশুরা এখন হ্যারি পটার বা ডিজনির ছবিই বোঝে, যেটা আমাদের দেশেরই নয়। আমার মনে হয়, এই ছবিটা একটা রিলিফ! ছবিটা দেখলে দর্শকদের আয়ু বেড়ে যাবে। কারণ প্রচুর হাসবে।’
ছবিতে ব্যবহৃত ছন্দ মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করাতেই পারে ‘হীরক রাজার দেশে’ আর ‘গুপী গাইন বাঘা বাইন’কে। গল্পের সঙ্গে মিশেছে রূপকথা। ছবি প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন, হাতিশাল, ঘোড়াশাল তো আছেই;; থাকবে ম্যাজিক, রাজসভা। সবার আশা, ছবিটি ছোটরা দেখে খুবই মজা পাবে।
ছবির গল্পে দেখা যাবে, বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র। তার রাজত্বে রানি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সবাই বেশ সুখেই আছে। রাজার এক বৃদ্ধ মন্ত্রী আছে, যে অত্যন্ত প্রাজ্ঞ। তবে একটাই দুঃখ রাজার, তার কোনো কন্যাসন্তান নেই। শেষে যেদিন রানির কন্যাসন্তান হলো, সেদিন যেন ষোলো আনা পূর্ণ হলো বোম্বাগড় রাজ্যে। আর সেদিন পাওয়া গেল গবুচন্দ্রকে। তাকে রাজদরবারে ডেকে নিয়ে এল রাজা, করা হলো নতুন মন্ত্রী। সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল।
রানি কুসুমকলি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় করেছেন দুষ্টু গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এ ছাড়া বিশেষ ভূমিকায় রয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর।
২০১৯ সালে রামোজি ফিল্ম সিটিতে রাজকীয় সেট তৈরি করে শুটিং হয়েছিল এই ছবির। এই প্রথম প্রযোজক দেব নিজের কোনো ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন না। পাশাপাশি এই ছবির বাজেটও অনেক। ছবিটি একদিকে যেমন ছোটদের জন্য রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ার।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৭ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৭ ঘণ্টা আগে