Ajker Patrika

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০: ১৮
অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

২০০২ সাল থেকেই বাংলাদেশ থেকে সিনেমা পাঠানো হয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের জন্য। আগামী বছর মার্চে বসবে অস্কারের ৯৬তম আসর। এবার বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি। 

অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের জন্য অস্কার বাংলাদেশ কমিটি চলচ্চিত্র আহ্বান করলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র পায়ের তলায় মাটি নাই এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ সিনেমা দুটি জমা পড়ে। দুটি সিনেমার মধ্যে পায়ের তলায় মাটি নাই সিনেমাটিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ কমিটি। 

জলবায়ু পরিবর্তনের কারণে একজন মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে, সেই গল্পই উঠে এসেছে পায়ের তলায় মাটি নাই সিনেমায়। এর আগে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, শ্রীলঙ্কা, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে আবু শাহেদ ইমন প্রযোজিত সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ। 

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত