বিনোদন প্রতিবেদক, ঢাকা
সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।
বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’
নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।
বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’
২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।
জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।
সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।
বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’
নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।
বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’
২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।
জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৬ ঘণ্টা আগে