উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোতে। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্র গুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদ্যাপিত হয়।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।
উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোতে। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্র গুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদ্যাপিত হয়।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৩ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৩ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৩ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে