গত বছর ‘সাবরিনা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী। এ বছর করেছেন ‘আমি কি তুমি’ নামের আরেক সিরিজ। মেহজাবীনের অন্যান্য কাজের তুলনায় এ সিরিজ দুটি নিয়ে আলোচনা হয়েছে অনেক কম। দুই সিরিজের মধ্যে একটা বিষয় কমন—দুটিই নারীকেন্দ্রিক গল্প। সাধারণত কোনো নাটক, সিনেমা বা সিরিজের গল্পের মূল চরিত্র নারী হলে, সেটা নিয়ে দর্শক অতটা আগ্রহী হন না। এ বাস্তবতা নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন মেহজাবীনের দীর্ঘদিনের সহশিল্পী আফরান নিশো।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ আসছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন। এটিও নারীকেন্দ্রিক গল্প। এক মেয়ের সমুদ্রের নীল জল ছোঁয়ার আকুতি। এতে মেহজাবীনের সহশিল্পী নিশো। ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে আক্ষেপ করে নিশো বলেন, ‘নারীদের বেজ করে গল্প কম হয়। আমরা সব সময় পুরুষনির্ভর কাজই বেশি হতে দেখি। নারী চরিত্রনির্ভর যে গল্পগুলো আমরা বলতে চাই, সেটা দর্শকনন্দিত বা সমাদৃত কম হয়। নারীকেন্দ্রিক গল্প হলে আমাদের অনেকের (অভিনেতার) অ্যালার্জি থাকে, এ কাজটা করব না। সে রকম অ্যালার্জি আমার মধ্যে নেই। আমার বরং করতে ভালো লাগে। এটা এক ধরনের প্রতিবাদ আমার। পুরুষদের যেমন আবেগ, অনুভূতি, গল্প আছে। নারীদেরও আছে। সেগুলো নিয়ে আরও বেশি কাজ হওয়া দরকার। সময়ের সঙ্গে সঙ্গে নারীকেন্দ্রিক গল্পগুলো হারিয়ে যাচ্ছে। পরিচালকরাও সাহস করেন না। কারণ দিন শেষে ব্যবসা, ভিউ—এসব হিসাব করতে হয়।’
নিশো যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর পাশের চেয়ারে বসেছিলেন মেহজাবীন চৌধুরী। চুপচাপ নিশোর কথাগুলো শুনছিলেন তিনি। আর মাঝে মধ্যে মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল, নিশোর মুখনিঃসৃত এ কথাগুলোই বলতে চেয়েছিলেন তিনি।
‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্ম নিয়ে কথা বলতে গিয়ে মেহজাবীন জানালেন, ২০২১ সালে এ ফিল্মের (শুটিংয়ের সময় এটি ছিল টেলিফিল্ম, এখন ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে) শুটিং করেছিলেন তিনি। মেহজাবীন বলেন, ‘আমার ক্যারিয়ারে কোনো কাজ এত দীর্ঘ দিন ধরে আটকে থাকেনি। ২০২১ সালে আমি খুব চাচ্ছিলাম একটা ব্যতিক্রম কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই।’ এত দিন পর কাজটি সবার সামনে আসছে, আপাতত এতেই খুশি মেহজাবীন।
গত বছর ‘সাবরিনা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী। এ বছর করেছেন ‘আমি কি তুমি’ নামের আরেক সিরিজ। মেহজাবীনের অন্যান্য কাজের তুলনায় এ সিরিজ দুটি নিয়ে আলোচনা হয়েছে অনেক কম। দুই সিরিজের মধ্যে একটা বিষয় কমন—দুটিই নারীকেন্দ্রিক গল্প। সাধারণত কোনো নাটক, সিনেমা বা সিরিজের গল্পের মূল চরিত্র নারী হলে, সেটা নিয়ে দর্শক অতটা আগ্রহী হন না। এ বাস্তবতা নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন মেহজাবীনের দীর্ঘদিনের সহশিল্পী আফরান নিশো।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ আসছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন। এটিও নারীকেন্দ্রিক গল্প। এক মেয়ের সমুদ্রের নীল জল ছোঁয়ার আকুতি। এতে মেহজাবীনের সহশিল্পী নিশো। ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে আক্ষেপ করে নিশো বলেন, ‘নারীদের বেজ করে গল্প কম হয়। আমরা সব সময় পুরুষনির্ভর কাজই বেশি হতে দেখি। নারী চরিত্রনির্ভর যে গল্পগুলো আমরা বলতে চাই, সেটা দর্শকনন্দিত বা সমাদৃত কম হয়। নারীকেন্দ্রিক গল্প হলে আমাদের অনেকের (অভিনেতার) অ্যালার্জি থাকে, এ কাজটা করব না। সে রকম অ্যালার্জি আমার মধ্যে নেই। আমার বরং করতে ভালো লাগে। এটা এক ধরনের প্রতিবাদ আমার। পুরুষদের যেমন আবেগ, অনুভূতি, গল্প আছে। নারীদেরও আছে। সেগুলো নিয়ে আরও বেশি কাজ হওয়া দরকার। সময়ের সঙ্গে সঙ্গে নারীকেন্দ্রিক গল্পগুলো হারিয়ে যাচ্ছে। পরিচালকরাও সাহস করেন না। কারণ দিন শেষে ব্যবসা, ভিউ—এসব হিসাব করতে হয়।’
নিশো যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর পাশের চেয়ারে বসেছিলেন মেহজাবীন চৌধুরী। চুপচাপ নিশোর কথাগুলো শুনছিলেন তিনি। আর মাঝে মধ্যে মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল, নিশোর মুখনিঃসৃত এ কথাগুলোই বলতে চেয়েছিলেন তিনি।
‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্ম নিয়ে কথা বলতে গিয়ে মেহজাবীন জানালেন, ২০২১ সালে এ ফিল্মের (শুটিংয়ের সময় এটি ছিল টেলিফিল্ম, এখন ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে) শুটিং করেছিলেন তিনি। মেহজাবীন বলেন, ‘আমার ক্যারিয়ারে কোনো কাজ এত দীর্ঘ দিন ধরে আটকে থাকেনি। ২০২১ সালে আমি খুব চাচ্ছিলাম একটা ব্যতিক্রম কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই।’ এত দিন পর কাজটি সবার সামনে আসছে, আপাতত এতেই খুশি মেহজাবীন।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে