গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।
বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।
আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’
বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’
‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।
গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।
বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।
আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’
বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’
‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে