Ajker Patrika

নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমায় অপ্সরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ০৬
নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমায় অপ্সরা

নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা নাসিম সাহনিক। এ সিনেমার নাম রাখা হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপ্সরা। সম্প্রতি অপ্সরার জন্মদিনের আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা নাসিম সাহনিক, প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার শুটিং শুরু হবে। শুটিং হবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙামাটিতে।

চিত্রনায়িকা অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। উনার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত