Ajker Patrika

আবারও পিছিয়ে গেল মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিলডাকিনি সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র। ছবি: সংগৃহীত
বিলডাকিনি সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র। ছবি: সংগৃহীত

একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।

মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।

বিলডাকিনি সিনেমায় মোশাররফ করিম। ছবি: সংগৃহীত
বিলডাকিনি সিনেমায় মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।

মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত