বিনোদন প্রতিবেদক, ঢাকা
একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।
পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।
একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।
পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২৭ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে