কয়েক বছরে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অধিকারী নিজেকে বদলে ফেলেছেন। এখন গল্পনির্ভর সিনেমার দিকেই নজর এই অভিনেতার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন নিয়মিত। কয়েক দিন আগেই মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রজাপতি’তে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তিনি বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেন অভিনেতা। চলচ্চিত্রটি এ বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেব ফেসবুকে লিখেছেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু শ বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’
উসকো-খুসকো চুল, সারা মুখে যেন ধুলোমাখা, কপালে লাল তিলক। কোঁকড়া চুলের এই রূপে দেবকে হঠাৎ দেখলে চেনা দায়।
চলচ্চিত্রটি পরিচালনায় রয়েছেন অরুণ রায়। ‘বাঘা যতীন’–এর স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৃজা দত্তকে। জানা যায়, প্রায় ৯ হাজার আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা হয় সৃজাকে। একটি সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন নতুন মুখ খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছিলেন তাঁরা। হাজার হাজার আবেদনের মধ্যে প্রথমে ২০ জনকে বেছে নেওয়া হয়। তারপর সেখান থেকে বাছাই করে সৃজাকে চূড়ান্ত করা হয়। এই চরিত্রের জন্য সৃজাকেই একেবারে পারফেক্ট মনে হয়েছে তাঁর।
গত বছর স্বাধীনতা দিবসের সকালে এই ছবির টিজার প্রকাশ করেছিলেন অভিনেতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন দেব। টিজার ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর-বাঘা যতীন।’
বাঘা যতী ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তার ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে পরিচিত। অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাঁকে বাঘা যতীন নামে অভিহিত করা হয়। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর নদীয়া জেলার কুষ্টিয়ায় মামার বাড়িতে জন্ম নেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করেন এই বীরযোদ্ধা। বেঙ্গল গভর্নরের ব্যক্তিগত সচিবের লোভনীয় চাকরি ছেড়ে দেশ মাতৃকার জন্য তিনি ছুটে এসেছিলেন।
কয়েক বছরে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অধিকারী নিজেকে বদলে ফেলেছেন। এখন গল্পনির্ভর সিনেমার দিকেই নজর এই অভিনেতার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন নিয়মিত। কয়েক দিন আগেই মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রজাপতি’তে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তিনি বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেন অভিনেতা। চলচ্চিত্রটি এ বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেব ফেসবুকে লিখেছেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু শ বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’
উসকো-খুসকো চুল, সারা মুখে যেন ধুলোমাখা, কপালে লাল তিলক। কোঁকড়া চুলের এই রূপে দেবকে হঠাৎ দেখলে চেনা দায়।
চলচ্চিত্রটি পরিচালনায় রয়েছেন অরুণ রায়। ‘বাঘা যতীন’–এর স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৃজা দত্তকে। জানা যায়, প্রায় ৯ হাজার আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা হয় সৃজাকে। একটি সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন নতুন মুখ খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছিলেন তাঁরা। হাজার হাজার আবেদনের মধ্যে প্রথমে ২০ জনকে বেছে নেওয়া হয়। তারপর সেখান থেকে বাছাই করে সৃজাকে চূড়ান্ত করা হয়। এই চরিত্রের জন্য সৃজাকেই একেবারে পারফেক্ট মনে হয়েছে তাঁর।
গত বছর স্বাধীনতা দিবসের সকালে এই ছবির টিজার প্রকাশ করেছিলেন অভিনেতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন দেব। টিজার ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর-বাঘা যতীন।’
বাঘা যতী ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তার ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে পরিচিত। অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাঁকে বাঘা যতীন নামে অভিহিত করা হয়। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর নদীয়া জেলার কুষ্টিয়ায় মামার বাড়িতে জন্ম নেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করেন এই বীরযোদ্ধা। বেঙ্গল গভর্নরের ব্যক্তিগত সচিবের লোভনীয় চাকরি ছেড়ে দেশ মাতৃকার জন্য তিনি ছুটে এসেছিলেন।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে