Ajker Patrika

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে মিশা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪২
পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে মিশা

অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী মিতা এবং দুই পুত্রসন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মিশা সওদাগর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার মধ্যে থাকেন। হাতে থাকা সব কাজ গুছিয়ে তাই স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে জনপ্রিয় এই অভিনেতা পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে। ৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে পৌঁছে করোনার টিকার বুস্টার ডোজও নিয়েছেন। আগের দুটি টিকাও সেখানেই নিয়েছেন তিনি।

মিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাতের কাজগুলো শেষ করেছি। এবার পরিবারকে সময় দিতে চাই। তাই ছুটলাম যুক্তরাষ্ট্রে আমার পরিবারের সদস্যদের কাছে। বেশ কিছুদিন থাকার ইচ্ছে আছে। সব কাজ গুছিয়ে এসেছি। মাসখানেক থাকব পরিবারের সঙ্গে।’

মিশা সওদাগরযুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাহিন সুমন পরিচালিত তারকাবহুল ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং করেছেন মিশা। দেশে ফিরে ‘মাফিয়া’র শুটিং, ‘অমানুষ’-এর ডাবিং করবেন। ধরবেন মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’।

শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর। সামনেই সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এবার নির্বাচন করতে চাইছেন না তিনি। তাই আসন্ন নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতেও রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত